Get on Google Play

ইংরেজি ব্যাকরণ বিষয়ক আলোচনা
By rana
#1298
Completing sentences নিয়ে আমরা অনেকেই হতাশ। এটা নাকি অনেক কঠিন। কোথায় কঠিন চলেন দেখি। আজকে আমার খুব সহজে completing sentence শিখব।

■ as if/ as though= যেন । অর্থ টা মনে রাখবেন ।
> present inde: + as if as/though + past inde:
> past inde: + as if/as though + present perf:

Example : ● He talks as if.....................
Ans: He talks as if he knew everything (সে কথা বলছে) (যেন ) সে সব জানতো।
ব্যাখ্যা : as if এর আগে present indefinite tense তাই পরে past indefinite tense হয়েছে । আমি যা লিখেছি আপনি যে তাই লিখতে হবে ব্যাপারটা ঐরকম না। আপনি আগের বাক্যের অর্থের সাথে মিল রেখে পরের বাক্যটি আপনি আপনার মন ইচ্ছামতো লিখতে পারেন । প্রত্যেকটি বাক্যে একই নিয়ম follow করবেন

● He spoke as if.....................
Ans: He spoke as if he had became mad(সে এমনভাবে বলছিল) (যেন) (সে পাগল হয়ে গেছে )
ব্যাখ্যা: as if এর আগে past indefinite tense তাই এর পরে past perfect tense এ ব্যবহার হয়েছে ।

■ Lest = না হলে / নতুবা
> lest এর পর should / might দিয়ে sentence টি complete করতে হয় । এই sentence এ কোন no/ not বসবে না।
● walk fast lest..................
Ans: walk fast lest you should miss the train
(দ্রুত হাঁটু )(নতুবা/না হলে)( ট্রেন ফেল করবে ।)
ব্যাখ্যা:last থাকাতে sentence টিতে should বসিয়ে complete করা হয়েছে ।

● They ran lest..................
Ans: They ran lest They should go in time তারা দৌড়াচ্ছে না হলে তারা যথা সময়ে পৌছবে না।

■ In spite of/ Despite = সত্ত্বেও । বিপরীত অর্থ প্রকাশ করে ।
● In spite of illness. ..........
Ans: In spite of illness, I attended the class অসুস্থ হলে ক্লাসে যাওয়ার কথা না । তবুও আমি গিয়েছিলাম । বিপরীত অর্থ প্রকাশ করেছে ।

● In spite of many rivers.............
Ans: In spite of many rivers, Bangladesh faces scarcity of water in dry season অনেক নদী থাকলে পর্যাপ্ত পানি পাওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও পানির ঘাটতি হয় । বিপরীত অর্থ প্রকাশ করেছে ।

● In spite of writing well.......
Ans: In spite of writing well, he failed তার ভালো লেখা সত্ত্বেও সে ফেল করেছে ।

● In spite of his poverty............
Ans: In spite of his poverty, he is happy তাঁর দারিদ্রতা সত্ত্বেও সে সুখী ।

■ It is high time/ it is time = এটাই উপযুক্ত সময়
এটি complete করার সময় subject এর পর verb এর past form হয়।
● It is high time.........
Ans: It is high time, we bought the book এটাই সঠিক সময় আমাদের বইটি কিনার।
Note: we subject এর পর bought past form বসেছে ।

● It is high time. ...........
Ans: It is high time, you earned your livelihood
এটাই উপযুক্ত সময় তোমার জীবিকা অর্জনের ।

‎Saif Khan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]