Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8314
বাংলাদেশের ভূ- প্রকৃতি কিরূপ?-উঃ বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ এবং সীমিত উচ্চভূমি ছাড়া সমগ্র দেশ এক বিস্তীর্ণ বৈচিত্রহীন সমভূমি ।
ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়ভাগে বিভক্ত করা হয়েছে?-উঃ ৩ ভাগে । ১. পাহাড়ী এলাকা ২. সোপান অঞ্চল , ৩. প্লাবন ভূমি বা পাবলিক সমভূমি
বাংলাদেশ কোন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত?-উঃ ২০^০ ৩৪ উত্তর হতে ২৬^০ উত্তর অক্ষরেখা এবং ৮৮^০ ০১ পূর্ব হতে ৯২^০৪১ পূর্ব দ্রাঘিমা রেখা।
বাংলাদেশের আয়তন কত?-উঃ ১,৪৭,৫৭০ বর্গ কিঃ মিঃ
বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে সোপান অঞ্চল গঠিত?-উঃ ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে।
বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে পাহাড়ী এলাকা গঠিত ?-উঃ পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি , চট্টগ্রাম জেলার পূর্বাংশ ও কক্সবাজার ও সিলেট জেলার উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাংশ নিয়ে এ অঞ্চল গঠিত।
বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে প্লাবন ভূমি এলাকা গঠিত ?-উঃ পদ্মা , মেঘনা , যমুনা ও ব্রহ্মপুত্র এবং এদের অসংখ্য উপনদী ও শাখা নদী বাহিত এলাকা নিয়ে প্লাবন ভূমি গঠিত ।
বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখাটি?-উঃ কর্র্কটক্রান্তি রেখা বা ৯০^০ পূর্ব দ্রাঘিমা রেখা বা ট্রপিক অব ক্যানসার ।
কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে কি বলা হয়?-উঃ ভেঙ্গী ভ্যালি।
সোয়াচ অব নো গ্রাউন্ড খাদটি কোথায় অবস্থিত ?-উঃ বঙ্গোপসাগরে ।
বাংলাদেশের পাহাড়গুলো গঠিত হয় কোন যুগে?-উঃটারশিয়ারী যুগে।
বাংলাদেশের বৃহত্তম এবং উঁচু পাহাড় কোনটি ?-উঃ গারো পাহাড় ।
গারো পাহাড় কোন জেলায় অবস্থিত ? – উঃ ময়মনসিংহ জেলায়।
বাংলাদেশের অবস্থান কোন অবস্থিত?-উঃ ক্রান্তিয় অঞ্চলে ।
ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত ?-উঃচিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
বরেন্দ্র ভূমি কাকে বলা হয়?-উঃ রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশকে।
বরেন্দ্রভূমির আয়তন কত?-উঃ ৯,৩২৪ কিলোমিটার ।
বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে উঁচুতে অবসিথত?-উঃ দিনাজপুর।
সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত?-উঃ৩৭.৫০ মিটার।
সমুদ্র সমতল থেকে নারায়ণগঞ্জেল উচ্চতা কত?-উঃ ৮ মিটার।
সমুদ্র সমতল থেকে বগুড়ার উচ্চতা কত?-উঃ ২০মিটার।
সমুদ্র সমতল থেকে লালমাই সমভূমির উচ্চতা কত?-উঃ ২১ মিটার ।
মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত?-উঃ গাজীপুর ,ময়মনসিংহ ও টাঙ্গাইল ।
মধূপুর ও ভাওয়ালের গড় এর আয়তন কত ?-উঃ ৪,১০৫ কিঃ মিঃ।
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?-উঃ বাংলাদেশ ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    214 Views
    by raja
    0 Replies 
    71 Views
    by rafique
    0 Replies 
    51 Views
    by rafique
    0 Replies 
    615 Views
    by rana
    0 Replies 
    521 Views
    by raja

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]