Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8226
১. বাংলাদেশের প্রাচীন জাতি- অস্ট্রিক।
২. বাংলার প্রাচীনতম শহর- পুণ্ড্র।
৩. আর্য সাহিত্যকে বলে- বৈদিক সাহিত্য।
৪. ঢাকার প্রতিপাদ স্থান অবস্থিত – চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
৫. জামালপুরের পুর্বনাম – সিংহজানী।
৬. দহগ্রাম ও আঙ্গরপোতা বাংলাদেশের জেলার অন্তর্গত ছিল- লালমনিরহাট।
৭. বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতে মধ্যে প্রথম সীমান্ত হাট—বালিয়ামারী, কুড়িগ্রাম।
৮. দ্বার –ই-বঙ্গ বলতে যে স্থানকে বোঝায় –ত্রিহুত বা উত্তর বিহার।
৯. আর্য শব্দের অর্থ- সদবংশজাত ব্যক্তি।
১০.সম্রাট হুমায়ুন মৃত্যুবরণ করেন- ২৪ জানুয়ারি ১৫৫৬।
১১. বারো ভূঁইয়াদের নেতা ছিলেন- ঈসা খান।
১২. ৬৯-এর অভ্যূথ্থানে এগারো দফা ঘোষণা করা হয়- জানুয়ারি ১৯৬৯।
১৩.কর্নওয়ালিস কোড চালু হয় -১মে ১৭৯৩।
১৪. ভারতে ইউরোপীয়দের প্রথম দুর্গ ছিল- কোচিনে।
১৫. কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়- হেস্টিংয়ের আমলে, ১৭৮০ সালে।
১৬. মহীশূরের রাজধানীর নাম- শ্রীরঙ্গপত্তম ।
১৭. চাকমা বিদ্রোহের সময় তাদের রাজা ছিলেন- জোয়ান বক্শ খান।
১৮. ১৮৫৯ সালে বাংলায় নীল খামারের সংখ্যা ছিল- ১৪৩টি।
১৯.স্যার অ্যাশলে ইডেন ছিলেন- বাংলার লে.গভর্নর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    6221 Views
    by rana
    0 Replies 
    4179 Views
    by rana
    0 Replies 
    5831 Views
    by tasnima
    0 Replies 
    4731 Views
    by kajol
    0 Replies 
    3934 Views
    by rajib

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]