Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8117
১.বখতিয়ার খলজি বাংলা জয় করেন- ১২০৪ সালে ।
২. যে পর্যটক সোনারগাঁও এসেছিলেন –ইবনে বতুতা ।
৩. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন – ইখতিয়ারউদ্দীন মুহাম্মদ বখতিয়ার খলজি ।
৪. যে ব্যক্তি বাংলাদেশকে ধনসম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন – ইবনে বতুতা।
৫. বাংলায় স্বাধীন সুলতানী শাসন প্রতিষ্ঠা করেন- ফখরুদ্দিন মোবারক শাহ।
৬. ইবনে বতুতা যে দেশের অধিবাসী- মরক্কো।
৭. ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে- খ্রিস্টীয় ত্রযোদশ শতকে ।
৮. যে শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে অভিহিত হয় –মুসলিম।
৯. বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজ্ক –ফা হিয়েন।
১০. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ –ষাট গম্বুজ মসজিদ।
১১. দিল্লি থেকে রাজদানী দেবগিরিতে স্থানান্তর করেন – মুহম্মদ বিন তঘিলক।
১২. দিল্লী সালাতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন – শামসুদ্দিন –ইলতুৎমিশ।
১৩. যে সুলতান মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন- আলাউদ্দিন খলজি।
১৪.রক্তপাত ও কঠোর নীতি যার শাসনের বৈশিষ্ট্য ছিল- গিয়াসুদ্দীন বলবন।
১৫. প্রাচীন বাংলার সব গুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে যার আমল থেকে – সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ।
১৬. বাংলার প্রথম মুসলমান সুলতান ছিলেন – ইলিয়াস শাহ।
১৭. বাঙ্গালাহ্ নামের প্রচলন করেন –ইলিয়াস শাহ।
১৮. গৌড়ের সোনা মসজিদ যার আমলে নির্মিত হয়- হুসেন শাহ ।
১৯. যে আমলে বাংলা গজল ও সুফী সাহিত্য সৃষ্টি হয় – হুসেন শাহী।
২০. বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক – আলাউদ্দিন হুসেন শাহ।
২১.বাংলা সাল গণনা শুরু করেন –সম্রাট আকবর ।
২২.যে মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাদ –হুমায়ুন।
২৩. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন- সম্রাট আকবর।
২৪.গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা –শেরশাহ ।
২৫. বুলবুল –ই-হিন্দ বলা হয়- তাসেনকে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    481 Views
    by raihan
    0 Replies 
    550 Views
    by raihan
    0 Replies 
    687 Views
    by rana
    0 Replies 
    569 Views
    by masum
    0 Replies 
    761 Views
    by shanta

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]