Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#1111
বাংলা ভাষায় আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দীনবন্ধু মিত্র। পিএসসি নির্ধারিত ওরা ১১জনের অন্যতম সদস্য তিনি।সুতরাং তার সাহিত্য কর্ম একটু হলেও গুরুত্বের দাবিদার।আজ উনার মৃত্যু বার্ষিক। আসুন কিছু তথ্য জেনে নিই।

✔ জন্ম-১৮৩০ সালে নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে।
পিতৃপ্রদত্ত নাম "গন্ধর্ব নারায়ণ " পরিবর্তন করে নিজের নাম রাখেন দীনবন্ধু মিত্র। পিতার নাম কালাচাঁদ মিত্র

✔ তিনি কবিতা লিখেন -ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায়

✔ তিনি অধিক পরিচিত -নাট্যকার হিসেবে রুপে,তার উপাধী #রায়বাহাদুর (১৮৭১ সালে ভারত সরকার কতৃক )

✔ দীনবন্ধুমিত্রের নাটক (নীলদর্পন--মেহেরপুরের ) দেখে মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

✔ ঢাকা হতে প্রকাশিত প্রথম গ্রন্থ -নীলদর্পণ (১৮৬০ সালে বাংলা প্রেস হতে)

✔ সাহিত্য কর্মঃ-
কাব্যগ্রন্থ-
সুরধুনী কাব্য, দ্বাদশ কবিতা (১৮৭২)

✔ প্রহসনঃ-
সধবার একাদশী (১৮৬৬)
বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬)

✔#নাটকঃ-

#নীলদর্পন (১৮৬০)
নবীন তপস্বীনী (১৮৬৩)
লীলাবতী (১৮৬৭)
জামাই বারিক (১৮৭২)
#কমলে কামিনী (১৮৭৩)

✔ গল্পঃ-
যমালয়ে জীবন্ত মানুষ ও পোড়া মহেশ্বর

✔ মৃত্যুঃ-
১৮৭৩ সালে ১ নভেম্বর মারা যান তিনি।

--------+--------

মোঃ হাছেন আলী

    বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (স্কুল এন্ড কলেজ) শেরে[…]

    ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরি কলেজ, বন্দর, (বর্তম[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীত[…]

    সর্বশেষ সরকারি বিধি মোতাবেক বিশনন্দী হাজী খোকন উচ্[…]