Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#1087
* বাংলাদেশে বর্তমানে সব মিলিয়ে ব্যবহৃত ও অব্যবহৃত বিমানবন্দরের সংখ্যা কয়টি?
= ২৭টি৷
* বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি রয়েছে ও কি কি?
= ৩টি; ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর৷
* বাংলাদেশে বর্তমানে অভ্যন্তরীণ বিমানবন্দর কয়টি রয়েছে ও কোথায় কোথায়?
= ৮টি; রাজশাহী; যশোর; সৈয়দপুর, নীলফামারী; কক্সবাজার; বরিশাল; ঈশ্বরদী, পাবনা; তেজগাও,ঢাকা ও বাগেরহাট৷
* বাংলাদেশে স্বল্প পরিসরে অর্থাৎ শুধুমাত্র উড্ডয়ন এবং অবতরণ স্টলবন্দর কয়টি রয়েছে ও কোথায়?
= ৬টি; কুমিল্লা; বগুড়া; ঠাকুরগাঁও; লালমনিরহাট; শমশেরনগর, মৌলভীবাজার; ও নোয়াখালী৷
* দেশে অব্যবহৃত বিমানবন্দর কয়টি রয়েছে ও কোথায় কোথায়?
= ১০টি; সন্দ্বীপ, চট্টগ্রাম; চকোরিয়া, কক্সবাজার; ফেনী; ঘাটাইল, টাঙ্গাইল; মৌলভীবাজার; রসুলপুর; সিরাজগঞ্জ; টাঙ্গাইল; বাজিতপুর, কিশোরগঞ্জ; পটুয়াখালী৷
* দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশের বিভিন্ন জায়গায় বিমান ওঠানামার জন্য কি তৈরি করা হয়েছিল?
= এয়ারস্ট্রিপ৷
===============================
পরিচিতি (Introduction);
===============================
* ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে বড় (প্রস্তাবিত) বিমানবন্দর হবে?
= বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর৷
*****************************************
* বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি?
= হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর৷
* বাংলাদেশের কোন বিমানবন্দর দেশের সকল এয়ার লাইন্সগুলোর হোম বেস হিসেবে ব্যবহৃত হয়?
= হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর৷
*****************************************
* বাংলাদেশের ২য় বৃহত্তম বিমানবন্দরের নাম কি?
= শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর৷
*****************************************
* বাংলাদেশের ৩য় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি?
= ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর৷
*****************************************
* বাংলাদেশের পুরাতন প্রধান বিমানবন্দর কোনটি ছিল?
= তেজগাঁও বিমানবন্দর৷
* বর্তমানে দেশের অন্যতম কোন বিমান বন্দরে উড়োজাহাজ ওঠানামা করে না, যদিও ওঠানামার উপযোগীও নয়?
= তেজগাঁও বিমানবন্দর৷
* ১৯৭৭ সালের ২৮ সেপ্টেম্বর জাপান এয়ারলাইনস এর একটি বিমান হাইজ্যাক (জাপানি হাইজ্যাকের ঘটনা) করে 'রেড আর্মি' নামের একটি সশস্ত্র গ্রুপ কোথায় নিয়ে এসে জিম্মি করেছিল যাত্রীদের?
= তেজগাঁও বিমানবন্দর৷
===============================
এক নজর (At a Glance);
===============================
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পুরানো নাম কি?
= জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর৷
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কোথায় অবস্থিত?
= কুর্মিটোলা (বালুরঘাট), ঢাকা৷
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্যক্রম শুরু হয় কবে?
= ১৯৮১ সালে৷
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কি পরিমাণ জায়গার উপর স্থাপিত?
= ১,৯৮১ একর৷
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে দেশের কত শতাংশ আন্তর্জাতিক এবং আভ্যন্তরীন ফ্লাইট উঠা-নামা করে?
= প্রায় ৫২ শতাংশ৷
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দেশের বাইরে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করে কোন সংস্থা ও কয়টি শহরে?
= বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড; ১৮টি শহরে৷
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দেশের বাইরে ও অাভ্যন্তরীণ রুটে বর্তমানে কয়টি শহরে ফ্লাইট পরিচালিত হয়?
= ২৮টি; ৪টি (চট্রগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর)৷
*****************************************
* শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
= পতেঙ্গা, চট্টগ্রাম৷
* শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কোন নদীর তীরে অবস্থিত?
= কর্ণফুলী৷
* শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কবে নির্মিত হয়?
= ১৯৪০এর দশকে৷
* দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কি নামে পরিচিত ছিল?
= চট্টগ্রাম এয়ারফিল্ড৷
* শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের বাইরে ও অাভ্যন্তরীণ রুটে বর্তমানে কয়টি শহরে ফ্লাইট পরিচালিত হয়?
= ৭টি; ১টি (শুধু ঢাকা)৷
* ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
= বড়শাল, সিলেট৷
* ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের বাইরে বর্তমানে কয়টি শহরে ফ্লাইট পরিচালিত হয়?
= ৫টি৷
* ১৯৯৭ সালে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের কোন রুটের একটি ফকার এফ২৮-৪০০০ মডেলের বিমান কুয়াশার কারণে রানওয়ে থেকে দূরে ধানক্ষেতে বিধ্বস্ত হয়ে ১৭ জন আহত হয়?
= ঢাকা টু সিলেট৷
*****************************************
* তেজগাঁও বিমানবন্দর কোথায় অবস্থিত?
= মিরপুর ও তেজগাও এলাকার মধ্যবর্তী স্থানে, ঢাকা৷
* তেজগাঁও বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি?
= হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর৷
* তেজগাঁও বিমানবন্দর বিমানবন্দর কার অধীনে রয়েছে?
= বাংলাদেশ বিমানবাহিনী৷

Md Shamim Husain

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]