Page 1 of 1

পরীক্ষায় আসা নির্বাচনসংশ্লিষ্ট বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন

Posted: Sun Feb 04, 2024 8:09 pm
by shahan
১.কোনটিকে গণতন্ত্রের প্রাণ বলা হয়?-রাজনৈতিক দল ।
২.বাংলাদেশে কত সালে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করা হয়?- ২০০৮ সালে।
৩.বাংলাদেশে বর্তমানে বিন্ধিত রাজনৈতিক দল কতটি?- ৪৪ টি।
৪. বাংলাদেশে প্রথম নিবন্ধিনকৃত রাজনৈতিক দল কোনটি?- লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
৫. একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল?- ৩৯টি।
৬.কবে বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন হয়?-৭ ই মার্চ ১৯৭৩।
৭.কবে বাংলাদেশ জাতীয় সংসদের চতুর্থ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?-৩ মার্চ ১৯৮৮।
৮.বাংলাদেশে কয়টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে?-৪ টি।
৯.তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম কখন নির্বাচন অনুষ্ঠিত হয়?-২৭ ফেব্রুয়ারি ১৯৯১।
১০.কবে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?-২৯ শে ডিসেম্বর ২০০৮।
১১.দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?৫ ই জানুয়ারি ২০১৪।
১২.২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন?-একাদশ।
১৩.রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কী?-ক্ষমতায় আরোহণ করা।
১৪.রাজনৈতিক দলের কাজ হলো-জনমত গঠন।
১৫.বাংলাদেশে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি?-সুপ্রীম কোর্ট।
১৬.কবে গণপ্রতিনিধিত্ব আদেশ আইন ,২০১৯ জারি করাহয়?-২৮ ফেব্রুয়ারি ২০১৯।
১৭.কখন অষ্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়?-২৮ অক্টোবর ২০০১।
১৮.কবে ষষ্ঠ জাতীয় সংসদ বিলুপ্ত হয়?-৩০শে মার্চ ১৯৯৬।
১৯.২০০১ সালের জুলাই মাসের কত তারিখে বাংলাদেশে সপ্তম জাতীয় সংসদে বিলুপ্তি ঘটে?-১৩ ই জুলাই।
২০. RPO -এর পূর্ণরুপ কী?-Representation of People Order