Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7512
প্রশ্নঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরেন্টো রুটের বাণিজ্যিক ফ্লাইট শুরু হয় কবে?
উত্তরঃ ২৭ জুলাই ২০২২।
প্রশ্নঃ দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল কোথায় অবস্থিত?
উত্তরঃ শাহবাগ, ঢাকা।
প্রশ্নঃ বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার কে?
উত্তরঃ প্রণয় কুমার ভার্মা।
প্রশ্নঃ দেশের প্রথম ‘রাইস মিউজিয়াম’ বা ধান জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই), গাজীপুর।
প্রশ্নঃ ২০২২ সালে কোন বাংলাদেশি বংশোদ্ভুত পুলিৎজার পুরস্কার লাভ করেন?
উত্তরঃ চিত্রশিল্পী ফাহমিদা আজিম। প্রথম বাংলাদেশী হিসেবে আলোকচিত্রী পনির হোসেন ২০১৮ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন।
প্রশ্নঃ বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হচ্ছেন কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রশ্নঃ ডিটেইল এরিয়া প্লান (ডিএপি) এর আয়তন কত?
উত্তরঃ ১,৫২৮ বর্গকিমি বা ৫৯০ বর্গমাইল।
প্রশ্নঃ বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত?
উত্তরঃ ১০৯ টি।
প্রশ্নঃ ২৪ আগস্ট ২০২২ দেশের ১০৯তম বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায় কোনটি?
উত্তরঃ চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।
প্রশ্নঃ বাংলাদেশ কোন দেশের সাথে Comprehensive Economic Partnership Agreement (CEPA) স্বাক্ষর করতে যাচ্ছ?
উত্তরঃ ভারত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    533 Views
    by masum
    0 Replies 
    3276 Views
    by apple
    0 Replies 
    4255 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4445 Views
    by bdchakriDesk
    0 Replies 
    295 Views
    by bdchakriDesk

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]