Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7493
প্রশ্ন : ফোর্বস সাময়িকীর ২০১৮ রিপাের্ট অনুযায়ী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কততম?
উ : ২৬তম।
প্রশ্ন ও ২০১৭ সালের জলবায়ু পরিবর্তন জনিত কারণে ক্ষত্মিস্থ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
উ : নবম।
প্রশ্নঃ ১৯৯৭-২০১৭ সালের জলবায়ু পরিবর্তন জনিত কারণে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
উঃ সপ্তম।
প্রশ্নঃ ডুয়িং বিজনেস ২০১৯ রিপাের্টে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১৭৬তম।
প্রশ্ন : ২০১৮ সালে প্রবাসী আয় বা রেমিটেন্স অর্জনে বাংলাদেশের অবস্থান কততম?
উ : ৮ম।
প্রশ্ন : UNDP মানব উন্নয়ন সূচক রিপাের্ট ২০১৮ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উ : ১৩৬তম।
প্রশ্ন : UNDP মানব উন্নয়ন সূচক রিপাের্ট ২০১৮ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উ : ৩,৬৭৭ মার্কিন ডলার।
প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে?
উঃ ৬ অক্টোবর ২০১৮ সালে।
প্রশ্ন : বঙ্গবন্ধুর লেখা নতুন বইয়ের নাম কী?
উ : নয়া চীন ভ্রমণ, আগরতলা ষড়যন্ত্র মামলা ও স্মৃতিকথা।
প্রশ্ন : দেশে মােট সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত?
উঃ ৪৫টি।
প্রশ্নঃ ৪৫তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
উঃ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।
প্রশ্নঃ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কোন মন্ত্রণালয়ের অধীন?
উ : . প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রশ্ন : সেপ্টেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুইটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ করেন? উঃ IPS International Achievement Award এবং Special Recognition for Outstanding Leadership Award.
প্রশ্নঃ ১ সেপ্টেম্বর ২০১৮ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে ৭ই মার্চ ভবন উদ্বোধন করা হয়?
উ : বেগম রােকেয়া হল।
প্রশ্ন : বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেছেন?
উ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
প্রশ্নঃ ৫ সেপ্টেম্বর ২০১৮ দেশের বিমান বহরে যুক্ত বিমানটির নাম কী?
উ : আকাশবীণা।
প্রশ্ন : বাংলাদেশে ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয় কবে?
উ : ৯ সেপ্টেম্বর ২০১৮।
প্রশ্ন : আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড কমিটি ২০১৯ সালে মাদার তেরেসা রত্ন সম্মাননা’র জন্য কাকে মনােনীত করে?
উ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
প্রশ্নঃ ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কে?
উঃ আর্ল রবার্ট মিলার।
প্রশ্ন : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে কবে?
উ : ৪ সেপ্টেম্বর ২০১৮ সালে।
প্রশ্ন : জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকির কারণে কাঙ্খিত উন্নয়নের দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মােকাবিলার জন্য সরকার সম্প্রতি কি পরিকল্পনা গ্রহণ করে?
উ : ব-দ্বীপ পরিকল্পনা ২১০০।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    484 Views
    by masum
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    670 Views
    by raja
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]