Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7435
১. ইউক্রেনের ওডেসা বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু হয় কবে?
উঃ ১ আগস্ট ২০২২।
২. মার্চ ২০২২ রুশ বাহিনী ইউক্রেনের কোন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে নেয়?
উঃ জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (এটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র)।
৩. ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ২৫ জুলাই ২০২২ কোন দেশ বাজারে স্বর্ণমুদ্রা ছাড়ে?
উঃ জিম্বাবুয়ে।
৪. বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কী?
উঃ চেনাব সেতু।
৫. ভারতের নতুন প্রধান বিচারপতি কে?
উঃ উদয় উমেশ ললিত।
৬. কানাডার সুপ্রিম কোর্টে প্রথম আদিবাসী নারী বিচারক কে?
উঃ মিশেল ও বনসাউইন।
৭. পাকিস্তানে প্রথম হিন্দু নারী সহকারী পুলিশ সুপার (DSP) কে?
উঃ মনীষা রুপেতা।
৮. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) Resilience and Sustainability Trust (RST) প্রতিষ্ঠা করে কবে?
উঃ ১ মে ২০২২ ।
৯. বিজ্ঞানীরা প্রথমবারের মতো তাপ প্রবাহকে কী নামকরণ করেন?
উঃ Zoe ।
১০. ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে?
উঃ জগদীপ ধনকড়।
১১. মির (Mir) পেমেন্ট কার্ড কোন দেশভিত্তিক?
উঃ রাশিয়া।
১২. অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরিহিতা সিনেটরের নাম কী?
উঃ আফগান বংশোদ্ভূত ফাতিমা পায়মান।
১৩. ১৫ আগস্ট ২০২২ বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস প্রতিরোধে দ্বৈত ভ্যাকসিনের অনুমোদন দেয়-
উঃ যুক্তরাজ্য।
১৪. সম্প্রতি কোন দেশ প্রথম নিষিক্ত দিম্বাণু-শুক্রাণু ছাড়াই ভ্রণ তৈরি করে?
উঃ ইসরায়েল।
১৫. বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Tesla’ র প্রতিষ্ঠাতা কে?
উঃ ইলন মাস্ক।
১৬. ৪ আগস্ট ২০২২ দক্ষিণ কোরিয়া চাঁদের কক্ষপথে কোন অরবিটার উৎক্ষেপণ করে?
উঃ দানুরি (Danuri)।
১৭. ’কারেন্সি সোয়াপ’ বা ‘মুদ্রাবিনিময়’ কী?
উঃ ডলার বা অন্য কোনো হার্ড কারেন্সিকে (প্রধান আন্তর্জাতিক মুদ্রাসমূহ) এড়িয়ে ২টি দেশ নিজ নিজ মুদ্রায় বাণিজ্য করলে সেটাকে আর্থিক পরিভাষায় বলা হয় ’কারেন্সি সোয়াপ’ বা মুদ্রাবিনিময়।
১৮. তাইওয়ান নিয়ে চীন The Taiwan Question and China’s Reunification in the New Era শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করে কবে?
উঃ ১০ আগস্ট ২০২২।
১৯. ২৯ সেপ্টেম্বর ২০২২ কোন আদিবাসী নারী নবোচারী প্রথমবারের মতো আন্তর্জাাতিক মহাকাম স্টেশনে যাবেন?
উঃ নিকোল অনাপু মান, যুক্তরাস্ট্র।
২০ . ১৩ সেপ্টেম্বর ২০২২ জাতিসংগের সাধারণ পরিষদের ৭৭ তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে?
উঃ কাসাবা কোরেসি (হাঙ্গেরি)।
২১. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নির্বাহী পরিষদের সদস্য কত?
উঃ ২৪ এবং অস্থায়ী সদস্য ১৬টি।
২২. ১৭ তম G20 শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ ১৫-১৬ নভেম্বর ২০২২ : বালি, ইন্দোনেশিয়া।
২৩. ২০২৩ সালে ২৮তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ জম্মু এবং কাশ্মীর, ভারত।

ক্রীড়াঙ্গন
২৪. কাতার বিশ্বকাপ শুরু হবে কবে?
উঃ ২০ নভেম্বর ২০২২।
২৫. ২০২৬ কালের ICC নারী টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ ইংল্যান্ড ও ওয়েলস।
২৬. ২৬ জুলাই ২০২২ ICC কোন দেশের সদস্যপদ বাতিল করে?
উঃ রাশিয়া।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]