Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7390
১. ‘পদ্মা সেতু বন্যপ্রাণী অভয়ারণ্য’ কোন জেলার চর ও জলাভূমির আওতাভূক্ত?
উঃ মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও ফরিদপুর।
২. ২৮ সেপ্টেম্বর ২০২১ কোথায় স্মৃতিস্তম্ভ ‘বিজয় চেতন’ উদ্ধোধন করা হয়?
উঃ সাভার সেনানিবাস, ঢাকা।
৩. ঢাকা শিশু হাসপাতালের বর্তমান নাম কী?
উঃ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।
৪. ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
উঃ ২৪ কিলোমিটার।
৫. ৩ অক্টোবর ২০২১ ঢাকার বাইরে প্রথম কোথায় পার্সোনালাইজেশন সেলের মাধ্যমে ই-পাসপোর্ট প্রিন্টিং চালু হয়?
উঃ যশোর।
৬. দেশের প্রথম টানেলের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
উঃ চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (CCCC)।
৭. পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
উঃ রোসাটম, রাশিয়া।
৮. ২০২০ সালে লোহার পরিমাণে জাহাজ ভাঙায় শীর্ষ দেশ কোনটি?
উঃ বাংলাদেশ।
৯. চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথম জাহাজ ভাঙা শুরু হয় কবে?
উঃ ১৯৬৪ সালে।
১০. বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (BBCFEC) উদ্বোধন করা হয় কবে?উঃ ২১ অক্টোবর ২০২১।
১১. বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কোথায় অবস্থিত?
উঃ পূর্বাচল, ঢাকা।
১২. ২০২১ সালে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (IPI) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কোন বাংলাদেশি?
উঃ ইংরেজি পত্রিকার ‘দ্য ডেইলি স্টার’- এর সম্পাদক মাহফুজ আনাম।
১৩. মুজিবশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কোন যুদ্ধ জাহাজ বাংলাদেশে শুভেচ্ছ সফরে আসে?
উঃ যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’ ১৪ অক্টোবর-১৮ অক্টোবর ২০২১।
১৪. বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণে বাংলাদেশ কোন দেশের সাথে চুক্তি করে?
উঃ ভারত, ২৭ সেপ্টেম্বর ২০২১।
১৫. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র মারাঠি সংস্করণের নাম কি?
উঃ অপূর্ণ আত্মকথা; মোড়ক উন্মোচন ১২ অক্টোবর ২০২১।
১৬. বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিশ্বের কতটি দেশ অংশগ্রহণ করবে?
উঃ ৪টি - ভারত, রাশিয়া, মেক্সিকো এবং ভুটান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    95 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]