Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#7365
১। মাইকেল মমধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
- মেঘনাদবধ কাব্য
২। কাজী নজরুল ইসলামের মা কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া?
- ঝিঙেফুল
৩। কাজলকালো এর সঠিক ব্যাসবাক্য কি?
- কাজলের ন্যায় কালো
৪। কোন জাতীয় শব্দের 'ষ' এর ব্যাবহার হয় না?
- বিদেশী
৫। সৎপাত্রে কন্যা দাও– 'সৎপাত্রে' পদটি কোন কারকে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে
- সম্প্রদানে সপ্তমী
৬। 'নীল যে পদ্ম=নীলপদ্ম' কোন সমাস?
- কর্মধারয় সমাস
৭। 'প্রিয় স্বাধীনতা' কবিতায় কোন নদীর উল্লেখ আছে?
- মেঘনা
৮। খ্যাতির বিড়ম্বনা নাটকটি—
- হাস্যরসাত্মক
৯। সাত সাগরের মাঝি কবিতায় কবি কাকে এই মাঝি বলেছেন?
- সুদক্ষ নেতাকে
১০। বৃক্ষ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- বনবানী
১১। তিনি সৎ লোক ছিলেন, তাই না?
- He was honest, wasn't he?
১২। মেয়েটি যেমন বুদ্ধিমতী তেমন রূপবতী।
- The girl is as beautiful as she is intelligent.
১৩। সফল না হওয়া পর্যন্ত চেষ্টা করা উচিত।
- One should go on trying until he is successful.
১৪। সত্য কথা বলতে কি, সে একজন মিথ্যাবাদী।
- To speak the truth, he is a liar.
১৫। এখন প্রভাত।
- It is dawn now.
১৬। গল্পটি পড়তে মজার।
- The story is pleasant to read.
১৭। তুমি কি এক কাপ চা খাবে?
- Will you take a cup of tea?
১৮। সে দিন আকাশে চাঁদ ছিলো না?
- There are no moon in the sky on that night.
১৯। এটি একটি চমৎকার দৃশ্য বটে।
- This is nice scenery indeed.
২০। আয়ের অধিক ব্যয় করিও না।
- Do not live beyound your means.
২১। একজন লোক সপ্তাহে ২২০০ টাকা আয় করেন এবং ১৬৫০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত হবে-
- ১:৪
২২। একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
- ৫:১
২৩। একটি মাছ ২৫% লাভে বিক্রি করা হলে উহার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত নির্ণয় করুন।
- ৪:৫
২৪। একজন লোক সপ্তাহে ৪,৫০০ টাকা আয় করেন এবং ৩,০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে-
- ৩:১
২৫। A:B=3:4 এবং B:C=6:5 হলে, A:C = কত?
- 9:10
২৬। করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩:৪ এবং রহিম ও মোহনের নম্বরে অনুপাত ৬:৭। তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত?
- ৯:১৪
২৭। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১:৪। পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?
- ৪৪ বছর
২৮। দুইটি সংখ্যার অনুপাত ৫:৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত?
- ১০৪
২৯। দুইটি সংখ্যার বিয়োগফল ৬৬। তাদের অনুপাত ৭:৫ হলে সংখ্যা দুটি কত?
- ২৩১,১৬৫
৩০। কোনো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৪:৫:৯ হলে প্রথম কোণটি কত (ডিগ্রিতে)?
- ৪০
৩১। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
- ১৯৬৬ সালে
৩২। ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?
- ৪
৩৩। যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত?
- প্রথম ভার্সাই চুক্তি
৩৪। ভার্সাই নগরী কোন দেশে অবস্থিত?
- ফ্রান্স
৩৫। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
- ভার্সাই চুক্তি
৩৬। ‘জেনেভা কনভেনশন’ হয়েছিল-
- ১৯০৬ সনে
৩৭। যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন যে সনে স্বাক্ষরিত হয়-
- ১৯৪৯ সনে
৩৮। যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনসমূহ অভিহিত-
- ‘চারটি রেডক্রস কনভেনশন’ নামে
৩৯। শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম—
- আলজিয়ার্স চুক্তি
৪০। ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
- ১৯৭৮
৪১। বাংলাদেশের পাহাড়ী এলাকার গড় উচ্চতা কত ফুট?
- ২০৫০
৪২। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
- বিজয়
৪৩। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত ‘বিজয়’-এর পূর্ণ নাম-
- তাজিংডং
৪৪। বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোনটি?
- কেওক্রাডং
৪৫। কেওক্রাডং পাহাড় কোথায় অবস্থিত?
- বান্দরবান
৪৬। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি?
- গারো পাহাড়
৪৭। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?
- ময়মনসিংহ
৪৮। ‘লালমাই পাহাড়’ কোন জেলায় অবস্থিত?
- কুমিল্লা
৪৯। ‘চন্দ্রনাথের পাহাড়’ কোথায় অবস্থিত?
- সীতাকুণ্ডে
৫০। জৈয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত?
- সিলেট
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    200 Views
    by shohag
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]