Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#7356
১. চর্যার ধর্ম নিয়ে প্রথম আলোচনা করেন –
- ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
২. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
- ১৯০৭ সালে
৩. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
- ২৩ নং পদ
৪. বাংলা সাহিত্যের আদি কবি কে? অথবা, চর্যাপদের আদি কবি কে?
- লুইপা
৫. নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
- বাংলা ও অসমিয়া
৬. চর্যা শব্দের অর্থ কি?
- আচরণ
৭. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন গ্রন্থ কোনটি?
- চর্যাপদ
৮. বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
- তিন ভাগে
৯. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস কে কয়টি যুগে ভাগ করেছেন?
- পাঁচটি
১০. চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি?
- বৌদ্ধধর্মের গূঢ় তত্ত্বকথা
১১. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
- চর্যাপদ
১২. চর্যাপদের পদগুলো রচিত –
- মাত্রাবৃত্ত ছন্দে
১৩. চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?
- ১০০০ বছর
১৪. বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-
- চর্যাপদ
১৫. ’আপনা মাংসে হরিণা বৈরী’ - লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভূক্ত?
- চর্যাপদ
১৬. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
- পাল বংশের
১৭. কোন শাসনামলে ‘চর্যাপদ’ রচিত হয়েছে জানা যায়?
- পাল আমলে
১৮. ’চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি রচনা করেন?
- কাহ্নপা
১৯. চর্যাপদ আবিষ্কৃত হয়-
- নেপালের রাজ-দরবার থেকে
২০. অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে একটি গ্রন্থ-
- সেক শুভোদয়া
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    585 Views
    by mousumi
    0 Replies 
    2071 Views
    by romen
    0 Replies 
    1586 Views
    by sajib
    0 Replies 
    1135 Views
    by kajol
    0 Replies 
    272 Views
    by shanta

    ফাতেমা গার্লস হাই স্কুল, গ্রাম: মুরাদপুর, ডাকঘর: ত[…]

    সিলাম ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ডাক-সিলাম ৩১০৫, উপ[…]

    মটর গাড়ির যন্ত্রাংশ বিতরনকারী কোম্পানীতে সেলসম্যা[…]

    সুপরিচিত চিটাগং ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজের মার্কেটিং[…]