Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7332
৩১. কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দক্ষিণাত্য জয় করেন? : মালিক কাফুর
৩২. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন : মুহাম্মদ বিন তুঘলক
৩৩. দিল্লী থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন : মুহাম্মদ বিন তুঘলক
৩৪. তৈমুর লঙ ভারত আক্রমণ করেন - : ১৩৯৮ সালে
৩৫. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা - : জহিরুদ্দিন মুহাম্মদ বাবর (১৫২৬)
৩৬. মুঘল সাম্রাজ্যের সূচনা হয়- : পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে
৩৭. মারাঠা শাসকের উপাধি ছিল- : পেশোয়া
৩৮. বাবর – হুমায়ুন – আকবর – জাহাঙ্গীর – শাহজাহান – আওরঙ্গজেব – এটা কীসের ক্রম? : মুঘল শাসকদের
৩৯. বাদশাহ আলমগীর নামে পরিচিত ছিলেন : সম্রাট আওরঙ্গজেব
৪০. ঐতিহাসিক বাবরি মসজিদ ছিল : উত্তর প্রদেশে (অযোধ্যা)
৪১. বাংলায় শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন : সম্রাট হুমায়ুন
৪২. আকবর দিল্লির সিংহাসনে বসেন : ১৩ বছর বয়সে
৪৩. প্রথম মুঘল সম্রাট হিসেবে বাংলা জয় করেন : সম্রাট আকবর (১৫৭৬ সনে)
৪৪. দীন-ই- ইলাহী প্রতিষ্ঠা করেন : সম্রাট আকবর
৪৫. টোডরমেলের নাম জড়িত : রাজস্ব সংস্কারের সাথে
৪৬. ‘জিজিয়া কর’ রহিত করেন : সম্রাট আকবর
৪৭. ‘বুলবুল –ই –হিন্দ’ বলা হয় : তানসেনকে
৪৮. সম্রাট আকবরের সমাধি : সেকেন্দ্রা
৪৯. এ দেশের সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন : সম্রাট জাহাঙ্গীর
৫০. সম্রাট জাহাঙ্গীরের সমাধি : লাহোরে
৫১. আগ্রার তাজমহলের নির্মাতা : সম্রাট শাহজাহান
৫২. Prince of Builders বলা হয় : সম্রাট শাহজাহানকে
৫৩. জিন্দাপীর, আলমগীর নামে পরিচিত : সম্রাজ আওরঙ্গজেব
৫৪. কোহিনুর মনি ও ময়ুর সিংহাসন লুট করেন : নাদির শাহ (পারস্যের)
৫৫. দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় : রেঙ্গুনে
৫৬. ভারতীয় উপমহাদেশে প্রথম ডাক সার্ভিস চালু হয় : শের শাহের আমলে (আফগান শাসক)
৫৭. শেরশাহ হুমায়ুনকে পরাজিত করেন : চৌসারের যুদ্ধে
৫৮. ‘গ্রান্ড ট্রাঙ্ক’ রোডের নির্মাতা : শেরশাহ
৫৯. কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক : শেরশাহ
৬০. হযরত শাহজালাল যে শাসককে পরাজিত করে সিলেটে আযান ধ্বনি দিয়েছিলেন : গৌর গোবিন্দ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    197 Views
    by tamim
    1 Replies 
    838 Views
    by tasnima
    0 Replies 
    22 Views
    by bdchakriDesk
    0 Replies 
    72 Views
    by rafique

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]