Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#7324
১. প্রশ্ন : নীলিমা ইব্রাহিমের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : বিশ শতকের মেয়ে।
২. প্রশ্ন : ‘বিশ শতকের মেয়ে’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৫৮ সাল।
৩. প্রশ্ন : নূরুল মোমেনের প্রথম নাটক কোনটি?
উত্তর : নেমেসিস।
৪. প্রশ্ন : ‘নেমেসিস’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৪৮ সাল।
৫. প্রশ্ন : ফররুখ আহমদের প্রথম কাব্য কোনটি?
উত্তর : সাত সাগরের মাঝি।
৬. প্রশ্ন : ‘সাত সাগরের মাঝি’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৪৪ সাল।
৭. প্রশ্ন : মুনীর চৌধুরীর প্রথম নাটক কোনটি?
উত্তর : রক্তাক্ত প্রান্তর।
৮. প্রশ্ন : ‘রক্তাক্ত প্রান্তর’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৩৬৮ বঙ্গাব্দ।
৯. প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহর ভাষাগ্রন্থ কোনটি?
উত্তর : ভাষা ও সাহিত্য।
১০. প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহর ‘ভাষা ও সাহিত্য’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৩১ সাল।
১১. প্রশ্ন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি?
উত্তর : মন্দির।
১২. প্রশ্ন : ‘মন্দির’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯০৫ সাল।
১৩. প্রশ্ন : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : পথের পাঁচালী।
১৪. প্রশ্ন : ‘পথের পাঁচালী’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯২৯ সাল।
১৫. প্রশ্ন : জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?
উত্তর : ঝরা পালক।
১৬. প্রশ্ন : ‘ঝরা পালক’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯২৮ সাল।
১৭. প্রশ্ন : মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : পদ্মা নদীর মাঝি।
১৮. প্রশ্ন : ‘পদ্মা নদীর মাঝি’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৩৬ সাল।
১৯. প্রশ্ন : বেগম সুফিয়া কামালের প্রথম গল্প কোনটি?
উত্তর : কেয়ার কাঁটা।
২০. প্রশ্ন : ‘কেয়ার কাঁটা’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৩৭ সাল।
২১. প্রশ্ন : মোহাম্মদ নজিবর রহমানের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : আনোয়ারা।
২২. প্রশ্ন : ‘আনোয়ারা’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯১৪ সাল।
২৩. প্রশ্ন : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর প্রথম কাব্য কোনটি?
উত্তর : অনল প্রবাহ।
২৪. প্রশ্ন : ‘অনল প্রবাহ’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯০০ সাল।
২৫. প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের প্রথম ইংরেজি রচনা কোনটি?
উত্তর : ক্যাপটিভ লেডি।
২৬. প্রশ্ন : ‘ক্যাপটিভ লেডি’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৪৯ সাল।
২৭. প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি?
উত্তর : শর্মিষ্ঠা।
২৮. প্রশ্ন : ‘শর্মিষ্ঠা’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৫৯ সাল।
২৯. প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?
উত্তর : তিলোত্তমাসম্ভব।
৩০. প্রশ্ন : ‘তিলোত্তমাসম্ভব’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৬০ সাল।
৩১. প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের প্রথম মহাকাব্য কোনটি?
উত্তর : মেঘনাদবধ।
৩২. প্রশ্ন : ‘মেঘনাদবধ’ মহাকাব্য কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৬১ সাল।
৩৩. প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : রাজমোহনস ওয়াইফ।
৩৪. প্রশ্ন : ‘রাজমোহনস ওয়াইফ’ কোন ভাষায় রচিত?
উত্তর : ইংরেজি।
৩৫. প্রশ্ন : ‘রাজমোহনস ওয়াইফ’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৬২ সাল।
৩৬. প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস কোনটি?
উত্তর : দুর্গেশনন্দিনী।
৩৭. প্রশ্ন : ‘দুর্গেশনন্দিনী’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৬৫ সাল।
৩৮. প্রশ্ন : দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম নাটক কোনটি?
উত্তর : তারাবাঈ।
৩৯. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের প্রথম নাটক কোনটি?
উত্তর : বসন্তকুমারী।
৪০. প্রশ্ন : ‘বসন্তকুমারী’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৭৩ সাল।
৪১. প্রশ্ন : আবুল ফজলের আলোক লতা কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৩৪ সাল।
৪২. প্রশ্ন : আবুল মনসুর আহমেদের প্রথম ছোটগল্প কোনটি?
উত্তর : আয়না।
৪৩. প্রশ্ন : আয়না কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৩৫ সাল।
৪৪. প্রশ্ন : আলাউদ্দিন আল আজাদের প্রথম কাব্য কোনটি?
উত্তর : মানচিত্র।
৪৫. প্রশ্ন : মানচিত্র কত সালে প্রকাশিত হয় ?
উত্তর : ১৯৬১ সাল।
৪৬. প্রশ্ন : আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : তেইশ নম্বর তৈলচিত্র।
৪৭. প্রশ্ন : তেইশ নম্বর তৈলচিত্র কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৬০ সাল।
৪৮. প্রশ্ন : আলাউদ্দিন আল আজাদের প্রথম নাটক কোনটি?
উত্তর : মরক্কোর যাদুঘর।
৪৯. প্রশ্ন : মরক্কোর যাদুঘর কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৫৮ সাল।
৫০. প্রশ্ন : আলাউদ্দিন আল আজাদের প্রথম গল্প কোনটি?
উত্তর : জেগে আছি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    86 Views
    by shanta
    0 Replies 
    651 Views
    by shanta
    0 Replies 
    70 Views
    by fency

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]