Page 1 of 1

অজানা বিচিত্র নানা তথ্য: ১ম পর্ব

Posted: Wed Sep 29, 2021 11:59 am
by mousumi
এক ঘুমে উধাও ২০ বছর!
৩৭ বছরের মার্কিন যুবক ড্যানিয়েল ২০২০ সালের জুলাইয়ের এক সকালে ঘুম ভেঙে রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করেন। এ কোন রাড়িতে তাকে আটকে রাখা হয়েছে? সঙ্গে যে নারী রয়েছেন, তিনিই বা কে? গোটা ঘটনায় অবাক হয়ে যান তার স্ত্রী রুথ। কেন তাকে চিনতে পারছেন না ড্যানিয়েল? চমকের এখানেই শেষ নয়; কিছুক্ষণ পরেই আয়নার সামনে দাঁড়িয়ে ড্যানিয়েল প্রশ্ন করেন, আমি এ রকম বুড়ো ও মোটা হয়ে গেলাম কী করে? এর ড্যানিয়েল স্কুলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন। ড্যানিয়েলের সঙ্গে যা হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া’। এ সমস্যার অনেকেরই কিছুটা স্মৃতি বিলোপ হয়ে যায়। ড্যানিয়েলের সঙ্গে সেটিই হয়েছে। এক ঘুমে ২০ বছরের স্মৃতি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ‘ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়ার’ প্রধান কারণ মানসিক চাপ এবং আবেগতাড়িত সমস্যা।

সাগরতলে জাদুঘর
গ্রিসের অ্যালোনিসোস দ্বীপে ইজিয়ান সাগরের স্বচ্ছ পানির নিচে বানানো হয়েছে একটি জাদুঘর। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি চালু করা হলেও করোনা সংক্রমণ এড়াতে কঠোর বিধিনিষেধের কারণে এখানে দর্শনার্থীদের সমাগম বন্ধ রাখা হয়। অবশেষে ২০২১ সালে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় সাগরতলের এ জাদুঘর। মুখে অক্সিজেন মাস্ক আর ডুবুরির পোশাক পরে পানির নিচের এ জাদুঘর দেখতে আসছে অনেকেই।

আইসক্রিমের দাম মাত্র ৬০,০০০ টাকা

বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিমের স্বাদ নিতে চাইলে মাত্র ৬০,০০০ টাকা গুনতে হবে একটি আইসক্রিমের জন্য। দুবাইয়ের স্কুপি ক্যাফে ২৩ ক্যারেট সোনা দিয়ে তৈরি করে বিশেষ এ আইসক্রিম। এতে রয়েচে মাদাগাস্কারের বিখ্যাত ভ্যানিলা, আর ওপরে ছড়িয়ে দেওয়া হয় ২৩ ক্যারেট সোনার ফ্লেক্স।