Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7083
১. মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ?
-বেনজির ভুট্টো।
২.' ডটার অব দ্য ইস্ট 'বলা হয় কাকে ?
-বেনজির ভুট্টো।
৩. জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতায় আসেন?
-হাজার ১৯৯৯ সালে।
৪. কোন দেশটি মেমোগেট কেলেঙ্কারি সাথে যুক্ত?
-পাকিস্তান।
৫. মুসলিম বিশ্বের আইনসভার প্রথম মহিলা স্পিকার?
-ফাহমিদা মির্জা।
৬. পাকিস্তান নারী শিক্ষাব্রতী হিসেবে পরিচিত তালেবানদের গুলিতে আহত কিশোরী ?
-মালালা ইউসুফজাই।
৭. মালালা ইউসুফজাই কোন শহর থেকে শিশু শান্তি পুরস্কার গ্রহণ করেন?
-দ্য হেগ।
৮. মালালা ইউসুফজাই বর্তমানে কোন দেশের নাগরিকত্ব পেয়েছেন ?
-কানাডা।
৯. পাকিস্তানের প্রধানমন্ত্রী ?
-ইমরান খান।
১০. ইমরান খান পাকিস্তানের কততম প্রধানমন্ত্রী 22 তম।
১১." In the line of fire"বইটির লেখক কে ?
-পারভেজ মোশাররফ।
১২. মালালা ইউসুফজাই 2013 সালে যে পুরস্কারে ভূষিত হয়েছেন তার নাম?
- Clinton Global Citizen Award.
১৩. আফগানিস্তানের রাজধানী ?
-কাবুল।
১৪. কয়টি দেশের সাথে আফগানিস্তানের অভিন্ন সীমান্ত রয়েছে ?
-6 টি।
১৫. আফগানিস্তানের সীমান্তবর্তী বৃহত্তম দেশ কোনটি?
-পাকিস্তান।
১৬. প্রথম আফগান যুদ্ধ সংঘটিত হয় ?
-১৮৩৯ সালে।
১৭. আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
-জহির শাহ।
১৮. আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
-১৯৭৩ সালে।
১৯. বামিয়ান বুদ্ধ মূর্তি কোন দেশের?
-আফগানিস্তান।
২০. পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মূর্তি কোথায় অবস্থিত ছিল?
- আফগানিস্থান।
২১. আফগানিস্তানের প্রবীণ নেতাদের সংগঠনের নাম?
-লয়া জিরগা।
২২. কান্দাহার কোন দেশের শহর?
-আফগানিস্থান।
২৩. কুন্দুজ শহরটি কোন দেশে অবস্থিত?
আফগানিস্তান।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]