Page 1 of 1

বাংলাদেশর গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

Posted: Sat May 01, 2021 7:40 pm
by rekha
১. বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত ?
উ: দক্ষিণ এশিয়ায়।
২. বাংলাদেশের মোট আয়তন?
উ: ১৪৭৫৭০ বর্গ কিলোমিটার।
৩. আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উ: ৯০ তম।
৪. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে সেটি হচ্ছে?
উ: কর্কটক্রান্তি রেখা।
৫. কর্কটক্রান্তি রেখা গিয়েছে?
উ: বাংলাদেশের মধ্যখান দিয়ে।
৬. বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
উ: মুন্সিগঞ্জ।
৭. বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য?
উ: ৫১৩৮ কিলোমিটার।
৮. বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য (জলস্থল সহ) কত?
উ: ২৯২৮ মাইল।
৯. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
উ: ২টি(মিয়ানমার ভারত)
১০. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
উ: ১২ নকিক্যাল মাইল।
১১. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
উ: ২০০ নটিক্যাল মাইল।
১২. ভারত-বাংলাদেশ সীমান্ত চিহ্নিতকরণের মুজিব-ইন্দিরা চুক্তি কত সালে সম্পাদিত হয়?
উ: ১৬ই মে ১৯৭৪।
১৩. ১৯৭৪ সালে মুজিব ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
উ: দিল্লিতে।
১৪. বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় কার্যকর হয়?
উ: ১ আগস্ট ২০১৫।
১৫. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
উ: পঞ্চগড়।
১৬. পঞ্চগড় থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়?
উ: কাঞ্চনজঙ্ঘা।
১৭. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান?
উ: বাংলাবান্ধা।
১৮. বাংলাবান্ধা কোন জেলায় অবস্থিত ?
উ: পঞ্চগড়।
১৯. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা?
উ: কক্সবাজার।
২০. বাংলাদেশে সবচেয়ে দক্ষিণের উপজেলা?
উ: টেকনাফ।
২১. বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়নের নাম কি?
উ: সেন্টমার্টিন।
২২. বাংলাদেশে সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি?
উ: থানচি।
২৩. বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা?
উ: চাঁপাইনবাবগঞ্জ।
২৪. বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা?
উ: ৩২ টি।
২৫. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা?
উ: ৩০ টি।
২৬. মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি সীমান্ত জেলা?
উ: ৩ টি।
২৭. কোন জেলাটি তিনটি দেশের সীমানায় রয়েছে?
উ: রাঙ্গামাটি.
২৮. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উ: ৫টি।
২৯. পার্বত্য চট্টগ্রামের ভারতের কোন দুটি রাজ্য অবস্থিত?
উ: মিজোরাম ও ত্রিপুরা।
৩০. কোন জেলা রোমারিও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত?
উ: কুড়িগ্রাম।
৩১. তিনবিঘা করিডোর কোন জেলায়?
উ: লালমনিরহাট।
৩২. তিনবিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
উ: তিস্তা।
৩৩ বাংলাদেশের মানচিত্র প্রথম অংকন করেন ?
উ: জেমস রেনেল।
৩৪. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে বাংলাদেশের অবস্থান?
উ: চতুর্থ
৩৫. সুন্দরবন এ বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী?
উ: হাড়িয়াভাঙ্গা নদী (সাতক্ষীরায়)।
৩৬. বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ?
উ: ভোলা।
৩৭. বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাজ্য?
উ: ২ টি(রাখাইন রাজ্য ও চিন রাজ্য)
৩৮. পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা?
উ: ১৫ টি।
৩৯. আসামের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা?
উ: ৪ টি(কুড়িগ্রাম, সিলেট ,সুনামগঞ্জ ও মৌলভীবাজার)
৪০. ত্রিপুরা ও মিজোরামের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা?
উ:১ টি(রাঙ্গামাটি)।
৪১. ভারতের সেভেন সিস্টার এর সাতটি রাজ্যের মধ্যে বাংলাদেশের সাথে সীমান্ত সংলগ্ন রাজ্য চারটি-আসাম, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরা ।
৪২. যে বিভাগের সব জেলার সীমান্তবর্তী স্থান এর সাথে সংযুক্ত?
উ: সিলেট ও ময়মনসিংহ।
৪৩. রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে।