Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#7002
১. UNDP সুশাসনের সংজ্ঞা প্রদান করে - ১৯৯৭ সালে।
২. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো - নিয়মিত কর প্রদান করা।
৩. ‘সুশাসনে টেকসই উন্নয়ন নিশ্চিত হয়’ যে সংস্থার মত এটি - বিশ্বব্যাংক।
৪. সুশাসনের মূলভিত্তি - আইনের শাসন।
৫. জাতিসংঘ সুশাসনের উপাদান উল্লেখ করেছে - ৮টি।
৬. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় - গণমাধ্যমকে।
৭. সুশাসনের ধারণাটি - আপেক্ষিক।
৮. ‘শাসক যদি ন্যায়বান হয় তা হলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তা হলে আইন নিরর্থক’ উক্তিটি - প্লেটোর।
৯. বিশ্ব সুখ সূচক ২০২০-এর তালিকায় বাংলাদেশের অবস্থান-১০৭তম।
১০. মূল্যবোধের চালিকাশক্তি হলো - সংস্কৃতি।
১১. ‘যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না’ উক্তিটি করেছেন - জন লক।
১২. সততা ও ন্যায়পরায়ণতা যে ধরনের মূল্যবোধ - সামাজিক মূল্যবোধ।
১৩. অপসংস্কৃতি বলতে বোঝায় - পাশ্চাত্য সংস্কৃতিকে।
১৪. বাংলাদেশের নারীদের অনুন্নত স্বাস্থ্যের অন্যতম করাণ - বাল্যবিবাহ।
১৫. নৈতিক শিক্ষার প্রধান উপাদান - সততা ও নিষ্ঠা।
১৬. মানুষের যে ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় - ঐচ্ছিক ক্রিয়া।
১৭. গোল্ডেন মিন (Golden mean) হলো - দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা।
১৮. নৈতিকতা কোন ধরনের অবস্থা - মানসিক অবস্থা।
১৯. নৈতিকতার উৎস হলো - নীতিবোধ ও বিবেক বুদ্ধি।
২০. আইন ও নৈতিকতার মধ্যে সর্বপ্রথম পার্থক্য করেন - ম্যাকিয়াভেলি।
২১. ‘সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন’ উক্তিটি করেন - রুশো।
২২. ‘মানবাধিকার’ যে ধরনের অধিকার - প্রাকৃতিক অধিকার।
২৩. ‘সরকারি চাকরি লাভের অধিকার’ যে ধরনের অধিকার - রাজনৈতিক অধিকার।
২৪. অধিকারের প্রধান রক্ষাকবচ - আইন।
২৫. নাগরিকের কর্তব্য সম্পর্কে বলা হয়েছে সংবিধানের - ২১ নং অনুচ্ছেদে।
২৬. রাষ্ট্রের মুখ্য উপাদান - ৪টি।
২৭. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা বলা হয় - মন্টেস্কুকে।
২৮. সামাজিক অবক্ষয় রোধ করা যার অন্যতমা একটি লক্ষ্য - মূল্যবোধের।
২৯. শাসনতান্ত্রিক ব্যবস্থায় ছায়া সরকারের ভূমিকা পালন করে - সংবাদমাধ্যম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    535 Views
    by rafique
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]