Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#6992
পদ: সিনিয়র স্টাফ নার্স
পরীক্ষা: ২৮ জানুয়ারি ২০২১
১. ‘Excise duty’ শব্দের বাংলা পরিভাষা কী? - (ঘ) আবগারী শুল্ক।
২. কোন ভিটামিন ক্ষত হতে রক্তপড়া বন্ধ করে? - (ঘ) ভিটামিন -কে।
৩. পেডিয়াট্রিক সম্পর্কযুক্ত - (গ) শিশু।
৪. ‘ফা হিয়েন’ কার শাসনামলে বাংলায় আসেন?- (ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
৫. মানব জিন থাকে - (গ) DNA- তে।
৬. She is named - her grandmother. Fill in the blank with- (ক) after।
৭. জাতীয় কবি কাজী নজরুর ইসলামকে কোন সালে বাংলাদেশে নিয়ে আসা হয়? - (ক) ১৯৭২।
৮. কোন নদ/নদী ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রবাহিত? - (ক) পুরাতন ব্রহ্মপুত্র।
৯. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে - (খ) ক্রোমোজম।
১০. I have to differ - you on this issue. (Fill in the gap) - (ঘ) With
১১. Which of the following words is in singular form? - (ঘ) radius
১২. বৃক্কের একক কী? - (খ) নেফ্রন।
১৩. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি? - (ঘ) ৩৯টি।
১৪. যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলে- (ঘ) প্যাথজেনিক।
১৫. মানবদেহে কোন অঙ্গটির সাথে পোর্টাল শিরা যুক্ত আছে? - (গ) যকৃৎ।
১৬. ‘Pick up’ means- (খ) collect
১৭. Identify the correct spelling: - (ক)questionnaire
১৮. The bell had already been - (Fill in the gap) (গ) rung
১৯. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? - (ক) অগ্নিবীণা।
২০. NARO- এর সদর দপ্তর কোথায়? - (গ) ব্রাসেলস।
২১. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?- (ঘ) একুশ।
২২. পানিতে দ্রবণীয় ভিটামিন হলো - (গ) ভিটামিন - B
২৩. ‘পটল তোলা’ বাগধারটির সঠিক অর্থ কোনটি? - (গ) মারা যাওয়া।
২৪. ‘ফল পাকলে যে গাচ মরে যায়’ তাকে এককথায় বলে- (খ) ওষধি।
২৫. Identify the correct sentence:- (খ) Tell me what your name is.
২৬. মাকেল মধুসূদন দত্তের ‘একেই কি বলে সভ্যতা’ কোন ধরনের নাটক? - (খ) সামাজিক প্রহসন।
২৭. ইতিহাসের জনক কাকে বলা হয়? - (খ) হেরোডোটাস।
২৮.বাংলাদেশের সাংবিধানিক নাম কী? - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
২৯. কোন গ্রন্থিকে গ্রন্থির রাজা বলা হয়? - (গ) পিটুটারী।
৩০. আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্যে করে - (ঘ) ট্রিপসিন।
৩১. মানবদেহে সবচেয়ে বড় অস্থি কোনটি? - (ক) ফিমার।
৩২. আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? - (ক) রাশিয়া।
৩৩. COVID-19 একটি- (ক) RNA Virus
৩৪. Fill in the blank: He takes a lot of interest- game. - (খ) in
৩৫. Fill in the blank: ‘Each of the ladies told - own story.’ - (খ) her
৩৬. Noun form of the word ‘beautiful’ is: -(ঘ) beauty
৩৭. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? - (গ) যশোর।
৩৮. মানবদেহে রক্তে সোডিয়াম আয়নের নরমাল Value কত/-
(ক) 120-130 mmol/L
(খ) 135-155 mmol/L
(গ) 160-170 mmol/L
(ঘ) 130-145 mmol/L
[Note: মানবদেহের রক্তে সোডিয়াম আয়নের স্বাভাবিক মাত্রা 135-145 mmol/L]

৩৯. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?- (গ) গুজরাটি।
৪০. মানুষের গায়ের রং কোন উপাদানের ওপর নির্ভর করে? - (খ) মেলানিন।
৪১. সিরডাপ(CIRDAP)-এর সদর দপ্তর অবস্থিত- (ঘ) ঢাকা।
৪২. সুষম খাদ্যের উপাদান কয়টি? - (গ) ৬।
৪৩. ক্যানসার রোগের কারণ- (খ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি।
৪৪. ভ্যাকসিনের কাজ কোনটি? - (ক) রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
৪৫. Which one is not an example of comparative degree? - (ক) Much
৪৬. রক্ত দানের বয়স সীমা কত? - (গ) ১৮-৫৭ বছর।
৪৭. মানুষের মস্তিষ্কের করোটি স্নায়ু সংখ্যা কত? - (খ) ১২ জোড়া।
৪৮. ’The apex of a triangle’ means its -(খ) top
৪৯. ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম? - (খ) প্রমথ চৌধুরী।
৫০. Gulliver’s Travels’ is written by-(খ) Jonathan Swift
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    510 Views
    by bdchakriDesk
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]