Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6987
৬ষ্ঠ-১৬তম প্রভাষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণে নিম্নোক্ত অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসতে দেখা যায়-
• পাটিগণিত: পাটিগণিতীয় সূত্র ও নিয়মাবলি, গড়, গ.সা.গু ও ল. সা.গু, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, সুদকষা, অনুপাত-সমানুপাত।
• বীজগণিত: বর্গ ও ঘনসংবলিত সূত্রাবলি ও প্রয়োগ, উৎপাদক, সূচক ও লগারিদম।
• জ্যামিতি: রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত-সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।
সুতরাং এ অধ্যায়গুলোর অঙ্ক বেশি গুরুত্বসহকারে অনুশীলন করতে হবে।

সাধারণ জ্ঞান
ক. বাংলাদেশ বিষয়াবলি
১. শালবন বিহার নির্মাণ করেন - রাজা ভবদেব।
২. বাংলাদেশের গ্রামাঞ্চলে স্থানীয় সরকার চালু আচে - ৩ স্তরবিশিষ্ট।
৩. নজরুল ৪৯ নং বেঙ্গল রেজিমেন্ট ত্যাগ করেন - ১৯২০ সালে।
৪. বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়- ১৯৫৫ সালে।
৫. পাল রাজারা জাতিতে ছিলেন - বাঙালি।
৬. বরেন্দ্র বিদ্রোহ সংগঠিত হয় - দ্বিতীয় মহীপালের আমলে।
৭. পাকিস্তানের গণপরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয় - ৭ মে ১৯৫৪।
৮. সেন রাজাদের আদি নিবাস ছিল - ভারতের কর্ণাটক রাজ্যে।
৯. ১৪৯৮ সালে ভাস্কো দা গামা ভারতের যে বন্দরে পৌঁছে ভারতবর্ষকে বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতায় নিয়ে আসেন - কালিকট বন্দরে।
১০. ১৮৫৭ নালের সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দেন - মঙ্গলপান্ডে ও হাবিলদার রজব আলী।
১১. বাকল্যান্ড বাধ নির্মাণ করেন - চার্লস থমাস বাকল্যান্ড।
১২. বাংলায় গৌড় রাজ্যের রাজধানী ছিল - কর্ণসুবর্ণ।
১৩. মহাস্থানগড় যে নদীর তীরে অবস্থিত - করতোয়া।
১৪. বাংলাদেশ-ভারত যৌথবাহিনী গঠিত হয় - ২১ নভেম্বর ১৯৭১।
১৫. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য ছিলেন - সুরঞ্জিত সেনগুপ্ত।
১৬. ‘অপারেশন জ্যাকপট’ সংগঠিত হয় - ১৫ আগস্ট ১৯৭১।
১৭. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় - ২ ডিসেম্বর ১৯৯৭।
১৮. ১৭তম সংশোধনীর বিষয়বস্তু - সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত ৫০টি আসন আরও ২৫ বছরের জন্য সংরক্ষণ করা।
১৯. বাংলাদেশ ক্রিকেট দল একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচ খেলে যে দেশের বিরুদ্ধে - নিউজিল্যান্ড।
২০. বিবি মরিয়ম মসজিদ অবস্থিত - নারায়ণগঞ্জে।

খ. চলতি ঘটনাবলি বাংলাদেশ
১. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা প্রকল্পটি বাস্তবায়ন করবে - বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকস্ (বিবিএস)।
২. একুশে পদক ২০২০ লাভ করে যে প্রতিষ্ঠান - বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।
৩. সংস্কৃতিতে স্বাধীনতা পদক ২০২০ লাভ করে - কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার।
৪. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক হয় - ১৭ ডিসেম্বর ২০২০।
৫. মসলিনকে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় - ২৮ ডিসেম্বর ২০২০।
৬. ২০২০ সালে যে দেশের সাথে সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী পালিত হয় - চীনের।
৭. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব - ১১২৫ জন।
৮. বর্তমানে দেশে দারিদ্র্যের হার - ২০.৫%।
৯. সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র - ভোলা নর্থ।
১০. বাংলাদেশে বর্তমানে উপজেলার সংখ্যা - ৪৯২টি।
১১. বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ মহাকাশে উৎক্ষেপণ করা হবে - ২০২৩ সালে।
১২. মুজিববর্ষ পালনের সময়সীমা বৃদ্ধি করে করা হয় - ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত।
১৩. ২০২১ সালের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দল যে দেশকে ওয়ানডে ক্রিকেটে হোয়াইটওয়াম করে - উইন্ডিজ।
১৪. বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক - রুমানা আহমেদ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    1 Replies 
    838 Views
    by tasnima
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]