Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6972
ভাষারীতি
১. ভাষার মূল উপাদান - ধ্বনি।
২. বঙ শব্দের অর্থ - নিম্ন জলাভূমি।
৩. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা - ৭টি।
৪. নাটক ও সংলাপের উপযুক্ত নয় - সাধুভাষা।
৫. মৈথিলী ভাষার স্রষ্টা কে - বিদ্যাপতি।
৬. সাধু ভাষার বিশেষ বৈশিষ্ট্য - তৎসম শব্দবহুল।
বাগধারা
১. অচল পয়সা - মূল্যহীন
২. আদা জল খেয়ে লাগা - প্রাণপণ চেষ্টা করা
৩. ঈদের চাঁদ - বহু প্রতীক্ষিত বস্তু
৪. কড়ার ভিখারি - নিঃস্ব ব্যক্তি
৫. ঘুঘুর ফাঁদ - মহাবিপদ।

শুদ্ধ বানান
স্বয়ম্ভু, রুক্মিণী, ম্রিয়মাণ, জ্যোতিষ্মান, পুনর্মিলনী, পয়ঃপ্রণালি, উদভ্রান্ত, ঈপ্সিত।

অনুবাদ
- Family builds a child’s character- পরিবারই একটি শিশুর চরিত্র গঠন করে।
- Trees make our environment habitable - গাছ আমাদের পরিবেশকে বাসযোগ্য করে তোলে।
- Patriotism is a noble virtue - দেশপ্রেম একটি মহৎগুণ।
- A bad workman quarrels with his tools- নাচতে না জানলে উঠান বাঁকা।
- He is nothing but a fraud- সে একজন প্রতারক ছাড়া আর কিছু নয়।
সন্ধি-বিচ্ছেদ
জগন্ময়= জগৎ+ময়
সর্বৈব= সর্ব + এব
বৃহটঙ্কার=বৃহৎ+টঙ্কার
পদস্খলন= পদঃ+খলন

কারক-বিভক্তি
গরুর গাড়ি যায় - কর্তৃকারকে ষষ্ঠী
দরিদ্রকে সাহায্য দাও - সম্প্রদানে চতুর্থী
নিতু ফুল তুলছে - কর্মকারকে শূন্য
মীরা ঘরে বই পড়ছে - অধিকরণে সপ্তমী
ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায় - অপাদান কারকে পঞ্চমী।

সমাস
তালতমাল - দ্বন্দ্ব সমাস
ফুলবাবু - উপমিত কর্মধারয় সমাস
মাল্যদান - দ্বিতীয়া তৎপুরুষ সমাস
উদ্বেল- অব্যয়ীভাব সমাস
বীণাপাণি - ব্যাধিকরণ বহুব্রীহি সমাস

প্রকৃতি ও প্রত্যয়
চোরাই = চোর+আই - বাংলা তদ্ধিত প্রত্যয়
যাচাই=√যাচ+আই - বাংলা কৃৎ প্রত্যয়
ঘাতক= √হন+অক - সংস্কৃত কৃৎ প্রত্যয়
ভুক্ত = √ভুজ+ক্ত -কৃৎ প্রত্যয়
চিরুনি= √চির+উনি-কৃৎ প্রত্যয়।

সমার্থক শব্দ
অশ্ব: তুরগ, হ্রেষী, মরুদ্রথ, টাঙ্গন
ইন্দু: শশী, শশধর, চন্দ্র, সুধাকর
ঈর্ষা: অসূয়া, রিষ, দ্বেষ, মাৎসর্য
ঊর্মি: ঢেউ, লহর, উল্লোল, মহোর্মি
করী: দ্বিপ, গজ, মাতঙ্গ, দন্তী।

বিপরীতার্থক শব্দ
অণু- বৃহৎ
অবলম্ব - নিরালম্ব
ঈশ্বর - নিরীশ্বর
উন্নীত - অবনমিত
ঋজু - বক্র/বাঙ্কিম
একান্ন - পৃথগন্ন
কেন্দ্রাভিগ - কেন্দ্রাতিগ
খরা - বাদল
জরিমানা - বকশিশ।

বাক্য সংকোচন
গ্রহণ করার যোগ্য - গ্রাহ্য
অনায়াসে যা লাভ করা যায় - অনায়াসলভ্য
অবিবাহিতা রাখা যায় না এমন নারী - অরক্ষণীয়া
আকাশ মাধ্যমে আগতবাণী - আকাশবাণী
ইক্ষু হতে জাত - ঐক্ষব।

লিঙ্গ পরিবর্তন
মৃন্ময় - মৃন্ময়ী
শূদ্র - শূদ্রানী
উন্মাদ - উন্মাদিনী
বর্ষীয়ান - বর্ষীয়সী
ময়রা - ময়রানি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    191 Views
    by tasnima
    1 Replies 
    838 Views
    by tasnima
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]