Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
By shihab
#6871
আয়োজন : চতুর্থ ; সময়কাল : ২৮ জানুয়ারি - ৬ ফেব্রুয়ারি ; স্থান : আবুধাবি , সংযুক্ত আরব আমিরাত ; অংশগ্রহণকারী দল : ৮টি ; চ্যাম্পিয়ন : নর্দান ওয়ারিয়র্স ; রানার্স আপ : দিল্লি বুল্স ; প্লেয়ার অব দ্য সিরিজ : নিকোলাস পুরান (নর্দান ওয়ারিয়র্স) ; সর্বাধিক রান : সোহেল আখতার (কালান্দার্স) ; সর্বাধিক উইকেট : জেমি ওভারটন (টিম আবুধাবি) ; ১২ উইকেট ।
Big Bash League
অস্ট্রেলিয়ার পেশাদার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ ক্রিকেট লিগ ২০২০ । আয়োজন : দশম ; সময়কাল : ১০ ডিসেম্বর ২০২০-৬ ফেব্রুয়ারি ২০২১ ; অংশগ্রহণকারী দল : ৮টি ; চ্যাম্পিয়ন দল : সিডনি সিক্সার্স ;রানার্স আপ : পার্থ স্করচার্স ; প্লেয়ার অব দ্য সিরিজ : যশ ফিলিপ (সিডনি সিক্সার্স); সর্বাধিক উকেট : ঝাই রিচার্ডসন (পার্থ স্করচার্স); ২৯ উইকেট ; সর্বাধিক রান : অ্যালেক্স হেল্স (সিডনি থান্ডার) ; ৫৪৩ রান ।
ফিফা ক্লাব বিশ্বকাপ
আয়োজন : ১৭ তম ; সময়কাল : ৪-১১ ফেব্রুয়ারি ২০২১ ; স্বাগতিক : কাতার ; অংশগ্রহণকারী দল : ৬টি ; চ্যাম্পিয়ন দল : বায়ার্ন মিউনিখ (জার্মানি) ; রানার্স আপ : টাইগ্রেস (মেক্সিকো) ; সেরা খেলোয়াড় : রবার্ট লেভান্ডভস্কি (বায়ার্ন মিউনিখ) ; ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : আল দুহাইল (কাতার) ।
-ফুটবল ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে এক বছরে সম্ভাব্য ছয়টি শিরোপার সবক’টি জয়লাভ করে বায়ার্ন মিউনিখ । এর আগে ২০০৯ সালে ফুটবল ইতিহাসে প্রথম দল হিসেবে এ কীর্তি গড়েছিল স্প্যানিশ ক্লব বার্সেলোনা ।
রয়্যাল রাম্বল
বিশ্বখ্যাত রেসলিং কোম্পানি WWE’র বছর সূচনাকারী পে-পার-ভিউ ইভেন্ট “রয়্যাল রাম্বল” অনুষ্ঠিত হয় ৩১ জানুয়ারি ২০২১ । ছেলেদের বিখ্যাত রাম্বল ম্যাচে বাকি ২৯ জন তারকাকে হটিয়ে জিতেন কিংবদন্তি রেসলার অ্যাডাম কোপল্যান্ড । রেসলিং ভক্তদের কাছে তিনি ‘এজ’ নামে সমাধিক পরিচিত । দ্বিতীয়বারের মতো রয়্যাল রাম্বল ম্যাচ শিরোপা লাভ করেন এজ । এর আগে জিতেছিলেন ২০১০ সালে । অন্যদিকে মেয়েদের রাম্বলে প্রথমবারের মতো শিরোপা জিতলেন তরুন তারকা রিয়াঙ্কা বেলেয়ার ।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]