Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6575
১. স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়? ১০ এপ্রিল ১৯৭১।
২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?১০ এপ্রিল ১৯৭১।
৩. বাঙালিদের কাছে ১০ ই এপ্রিল তাৎপর্যপূর্ণ কেন? মুজিবনগর সরকার গঠন।
৪. ১৯৭১ সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র কে পাঠ করেন ?অধ্যাপক ইউসুফ আলী।
৫. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থায়ী সচিবালয় কোথায় ছিল?৮ নং থিয়েটার রোড কলকাতা।
৬. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেন?১৭ এপ্রিল,১৯৭১।
৭. মুজিবনগর দিবস কবে পালন করা হয়?১৭ ই এপ্রিল।
৮. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল?১০ এপ্রিল ১৯৭১।
৯. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?১০ এপ্রিল ১৯৭১।
১০. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে পঠিত হয়?১৭ এপ্রিল ১৯৭১।
১১. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়? মুজিবনগর হতে।
১২. প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন? অধ্যাপক ইউসুফ আলী।
১৩. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি। মুজিবনগর।
১৪. মুজিবনগর (পূর্বনাম: বৈদ্যনাথতলা এবং ভবেরপাড়া)
১৫. বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? তাজউদ্দিন আহমেদ।
১৬. বাংলাদেশ কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়? ১৯৭১।
১৭. দেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?শেখ মুজিবুর রহমান।
১৮. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম।
১৯. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম।
২০. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী? তাজউদ্দিন আহমেদ।
২১. মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন? তাজউদ্দিন আহমেদ।
২২. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ?ক্যাপ্টেন এম মনসুর আলী।
২৩. বাংলাদেশ অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন? খন্দকার মোশতাক আহমেদ।
২৪. বাংলাদেশের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন? মোস্তাক আহমেদ।
২৫. মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?এ এইচ এম কামারুজ্জামান।
২৬. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?এ এইচ এম কামারুজ্জামান।
২৭. মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন? ৬ জন।
২৮. বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালে গঠিত মুজিবনগর সরকারের কোন পদে নিযুক্ত ছিলেন? বিশেষ কূটনৈতিক প্রতিনিধি।
২৯. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
৩০. ১৯৭১ সালে প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন ?কে এম শাহাবুদ্দিন।
৩১. বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ?কলকাতা।
৩২. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কার্যকর করা হয়? ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে।

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]