Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#6488
১. ১ হতে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?
-১০
২.দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৯৩ হলে সংখ্যাদ্বয় কত?
-৪৬ ও ৪৭
৩.২২ এবং ৭২ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে?
-১২ টি
৪.√2 সংখ্যাটি কি সংখ্যা?
-একটি অমূলদ সংখ্যা
৫.9999 এর বর্গ কত হবে?
-99980001
৬.কোন জোড়া সহমৌলিক –
-১৫, ১৬
৭.কোনটি মূলদ সংখ্যা নয়?
-পাই
৮.√3 একটি –
-অমূলদ সংখ্যা
৯.110 ও 120 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে?
-1 টি
১০.জোড় মৌলিক সংখ্যা কতটি?
-1 টি
১১.১ হতে ১০০ পর্যন্ত লিখতে ৪ অংকটি কতবার আসবে?
-২০ বার
১২.৪০ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত?
-৫৬
ব্যাখ্যা:
৪০ ও ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা= ৯৭
৪০ ও ১০০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা= ৪১
সুতরাং পার্থক্য= ৯৭-৪১
=৫৬
১৩.১ হতে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
-১৫টি
ব্যাখ্যা:
১ হতে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা যথাক্রমে ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭ = ১৫ টি।
১৪.৩ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?
-১০৫
ব্যাখ্যা:
৩ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ৩, ৫, ৭
গুণফল= ৩x৫x৭
=১০৫
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3696 Views
    by apple
    0 Replies 
    1458 Views
    by sajib
    0 Replies 
    1610 Views
    by rajib
    0 Replies 
    1026 Views
    by kajol
    0 Replies 
    617 Views
    by shihab

    শিংলাব বালিকা দাখিল মাদরাসা, ডাকঘর: কলাপাটুয়া, উপ[…]

    রহমত আলী মিয়াজী উচ্চ বিদ্যালয়, গ্রাম: হলদিয়া, প[…]

    প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়, পোঃ ধানুয়া, […]

    উচ্চ বেতনে প্রাইভেট কোম্পানীর অফিসিয়াল কাজে সহযোগ[…]