Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6401
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর কার্যাবলি
মৎসসম্পদের উন্নয়নে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালক করে। যেমন –
১.মৎস্য বিষয়ক গবেষণা পরিচালনা ও সমন্বয় সাধন করা ।
২.মৎস্য উন্নয়নে প্রযুক্তিগত বিষয় চিহ্নিতকরণ।
৩.মৎস্যকে রপ্তানি উপযোগী হিসেবে গড়ে তোলা
৪.উন্নত জাতের মৎস্য উদ্ভাবন
৫.মৎস্য বিষয়ক বিভিন্ন গবেষণা অভীক্ষা ইত্যাদি

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্র ও উপকেন্দ্র
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটটের প্রধান কার্যালয় ময়মনসিংহে অবস্থিত। পরিবেশগত অবস্থানুযায়ী দেশের বিভিন্ন এলাকায় ইনস্টিটিউটের ৫টি গবেষণা কেন্দ্র ও ৫টি উপকেন্দ্র রয়েছে। এগুলো হলো:
কেন্দ্রের নাম – গবেষণার ধরন – সদর দপ্তর
স্বাদু পানি কেন্দ্র – স্বাদু পানির মাছ চাষ গবেষণা – ময়মনসিংহ
নদী কেন্দ্র – নদীর মৎস্য সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের গবেষণা – চাঁদপুর
লোনা পানি কেন্দ্র – লোনা পানির মাছ গবেষণা – পাইকগাছা, খুলনা
সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র – সমুদ্রের মাছ চাষ ও সংগ্রহ, উৎপন্ন পণ্য উন্নয়ন ও গুণগত মান নিয়ন্ত্রণ বিষয়ক গবেষণা – কক্সবাজার
চিংড়ি গবেষণা কেন্দ্র – চিংড়ি গবেষণা – বাগেরহাট

উপকেন্দ্রগুলো হলো:
১.রাঙামাটি কাপ্তাই লেক উপকেন্দ্র (রাঙামাটি)
২.সান্তাহার প্লাবনভূমি উপকেন্দ্র (বগুড়া)
৩.খেপুপাড়া নদী উপকেন্দ্র (পটুয়াখালী)
৪.যশোর স্বাদুপানি উপকেন্দ্র (যশোর)
৫.সৈয়দপুর স্বাদুপানি উপকেন্দ্র (নীলফামারি )

১.বাংলাদেশের জাতীয় মাছের নাম কী?
-ইলিশ
২.মাছ চাষ করার জন্য কোন মাসকে বছরের প্রথম ধরা হয়?
-ফাল্গুন মাসকে।
৩.মাছ কোন জাতীয় খাদ্য?
-প্রাণিজ আমিষ।
৪.বাংলাদেশে কয়টি সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র আছে?
-১৩৭টি।
৫.বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে চিংড়ির অবস্থান কততম?
-চতুর্থ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]