Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#6227
১.আইএসও সনদপত্রের মানদন্ডে বিবেচনা করা হয় কতটি বিষয়?
-৪টি।
২.দ্রব্যের চাহিদা ও যোগান কীসের উপর নির্ভর করে?
-বিনিময় মূল্যের উপর।
৩.দ্রব্যের চাহিদা ও যোগান নির্ভর করে কিসের উপর?
-বিনিময় মূল্যের উপর।
৪.গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
-সময়গত।
৫.সবচেয়ে বেশি আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় কোন ব্যবসায়?
-বৃহদায়তন ব্যবসায়।
৬.নিম্নমানের কারণ উদ্ভাবনে অর্থ ব্যয় করাকে কী বলে?
-পরীক্ষণ ব্যয়।
৭.উৎপাদন বলতে নির্দেশ করা হয় কী?
-উপযোগ সৃষ্টি করাকে।
৮.কোন মাত্রার এন্টারপ্রাইজ সর্বাধিক কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে?
-ক্ষুদ্র ও মাঝারি ।
৯.গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করা হয়?
-সময়গত উপযোগ।
১০.পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য অপরিহার্য কোনটি?
-বাজার তথ্য।
১১.৯৯.৯৫ কোন ধরনের মূল্য –
-মনস্তাত্ত্বিক মূল্য।
১২.আইএসও 14000 বলতে কী বোঝায়?
-পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা পদ্ধতি।
১৩.সংগঠনের সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্পণকে কী বলা হয়?
-বিকেন্দ্রীকরণ।
১৪.পণ্য সম্পর্কিত তথ্য কোনো নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে নৈর্ব্যক্তিক উপায়ে উপস্থাপন করাকে কী বলে?
-বিজ্ঞাপন
১৫.বর্তমানে বিপণনের মূল উদ্দেশ্য কী?
-ক্রেতাদের সন্তুষ্ট করা।
১৬.কোন ক্ষেত্রে কর ফাঁকি দেয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়?
-রাষ্ট্রীয় ব্যবসায়।
১৭.কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ব্যবসায়ের কোন ধরনের উদ্দেশ্যের আওতাভূক্ত?
-অর্থনৈতিক।
১৮.চুক্তিপত্রে উল্লেখ না থাকলে গৃহীত ঋণের সুদ দিতে হয় কত?
-৬% হারে।
১৯.অংশীদার ব্যবসায় গঠিত হয় –
-১৯৩২ সালের আইন অনুযায়ী।
২০.মানবসম্পদ কোন ধরনের পরিবেশের উপাদান?
-অর্থনৈতিক পরিবেশ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    964 Views
    by bdchakriDesk
    0 Replies 
    9 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1195 Views
    by sajib
    0 Replies 
    1424 Views
    by rajib
    0 Replies 
    505 Views
    by shohag

    আবশ্যক: সরকারী বিধি মোতাবেক পূর্ব বড়ালী শাহজাহান […]

    আবশ্যক: ১৯৬৬ সালে স্থাপিত ঢাকা- দোহার মহাসড়ক সংলগ[…]

    বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    গাজীপুর সিটি কর্পোরেশন'র আওতাধীন পূবাইল থানার কামা[…]