Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6172
১.জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি?
-ঘুমন্ত
২.১ নটিক্যাল মাইল সমান কত মাইল?
-১.১৫০৭৮
৩.বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
-সিলেট
৪.ল্যাব্রাডার স্রোত কোন মহাসাগরে দেখা যায়?
-উত্তর মহাসাগর।
৫.পৃথিবীর শীতলতম স্থানের নাম কী?
-ভারখয়ানস্ক।
৬.পৃথিবীর ব্যসার্ধ প্রায় কত?
-৬৪০০ কিলোমিটার
৭.আমাজান অববাহিকার ক্রান্তীয় বনভূমি হলো –
-সেলভাস
৮.গ্রিন হাউজ ধারণা কী?
-উষ্ণতা বৃদ্ধির প্রক্রিয়া
৯.ফিলিপাইন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
-প্রশান্ত মহাসাগর।
১০.কোনটি মানবিক ভূগোলের উপাদান নয়?
-অশ্বমন্ডল
১১.বাংলাদেশের কোন অঞ্চলে ব-দ্বীপ অবস্থিত?
-দক্ষিণ-পশ্চিম
১২.নদীর ক্ষয়জাত ভূমিরূপ কোনটি?
-নদীর উপত্যকা
১৩.পোর্টা রিকো খাতটি কোন মহাসাগরে?
-আটলান্টিক মহাসাগরে।
১৪.দ্রাঘিমা রেখাগুলো কোন ধরনের আকৃতিবিশিষ্ট?
-অর্ধবৃত্ত।
১৫.সূর্যগ্রহণের সময় কোনটি মাঝে অবস্থান করে?
-চন্দ্র।
১৬.কোন রাজ্যটি ভারতের সেভেন সিস্টার্সে অন্তর্ভুক্ত নয়?
-হিমাচল।
১৭.আগ্নেয় শিলার একটি উদাহরণ কী?
-ব্যাসল্ট।
১৮.সুন্দরবনে পাওয়া যায় না কোন বৃক্ষ?
-গর্জন
১৯.যমুনা নদীর একটি শাখা নদীর নাম কী?
-ধলেশ্বরী।
২০.গ্রেট ব্যারিয়ার রীফ কোথায় অবস্থিত?
-অস্ট্রেলিয়া
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]