Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5753
খুলনা বিভাগ
জেলার নাম – উপজেলার সংখ্যা- উপজেলার নাম
নড়াইল- ৩
-নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া।
মেহেরপুর- ৩
-মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর।
মাগুরা – ৪
-মাগুরা সদর, শালিখা, মোহাম্মদপুর ও শ্রীপুর।
চুয়াডাঙ্গা – ৪
-চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুরহুদা, শ্রীপুর ।
ঝিনাইদহ – ৬
-ঝিরনাইদহ সদর, মহেশপুর, কোট চাঁদপুর, হরিণাকুন্ড, শৈলকুপা ও কালিগঞ্জ।
কুষ্টিয়া- ৬
-কুষ্টিয়া সদর, কুমারখালী, দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা ও খোকসা।
সাতক্ষীরা – ৭
-সাতক্ষীরা সদর, কালীগঞ্জ, দেবহাটা, তালা, আশাশুনি, শ্যামনগর ও কলারোয়া ।
যশোর – ৮
-যশোর সদর, অভয়নগর, বাঘারপাড়া, শার্শা, মনিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা, চৌগাছা।
খুলনা – ৯
-রূপসা, বাটিয়াঘাটা, তেরখাদা, কয়রা, দাকোপ, পাইকগাছা, ডুমুরিয়া, ফুলতলা, দীঘলিয়া।
বাগেরহাট – ৯
-বাগেরহাট সদর, মোল্লারহাট, ফকিরহাট, মংলা, কচুয়া, রামপাল, শরণখোলা, মোড়েলগঞ্জ ও চিতলমারী।

বরিশাল বিভাগ
ঝালকাঠি – ৪
-ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর, ও কাঁঠালিয়া।
বরগুনা – ৬
-বরগুনা সদর, পাথরঘাটা, বামনা, বেতাগী, আমতলী, ও তালতলী।
পিরোজপুর – ৭
-পিরোজপুর সদর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালি, ইন্দুরকানি।
ভোলা – ৭
-ভোলা সদর, চরফ্যাশন, মনপুরা, লালমোহন, দৌলতখান, তজুমুদ্দিন ও বোরহান উদ্দিন।
পটুয়াখালী – ৮
-পটুয়াখালী সদর, দুমকি, গলাচিপা, বাউফল, দশমিনা, কলাপাড়া, মির্জাগঞ্জ, রাঙাবালি।
বরিশাল – ১০
-বরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ, মুলাদী, উজিরপুর, হিজলা, আগৈলঝাড়া, গৌরনদী, বানারীপাড়া।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    150 Views
    by bdchakriDesk
    0 Replies 
    92 Views
    by bdchakriDesk
    0 Replies 
    629 Views
    by bdchakriDesk
    0 Replies 
    892 Views
    by bdchakriDesk
    0 Replies 
    57 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]