Get on Google Play

অনুপ্রেরণামুলক গল্প, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, ইতিবাচক আচার-আচারন ইত্যাদি
#5632
খন্দকার আসাদুজ্জামান
২২ অক্টোবর ১৯৩৫-২৫ এপ্রিল ২০২০
১.বীর মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামান কোথায় জন্মগ্রহণ করেন?
-টাঙ্গাইল।
২.মুজিবনগর সরকারের অর্থসচিব কে ছিলেন?
-খন্দকার আসাদুজ্জামান।

ড. সা’দত হুসাইন
২৪ নভেম্বর ১৯৪৬-২২ এপ্রিল ২০২০
১.সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. সা’দত হুসাইন কোথায় জন্মগ্রহণ করেন?
-নোয়াখালী ।
২.তিনি কততম মন্ত্রিপরিষদ সচিব ছিলেন?
-১৫ তম।
৩.তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কততম চেয়ারম্যান ছিলেন?
-১৩ তম।
৪.তার উল্লেখযোগ্য গ্রন্থ কী কী?
-মুক্তিযুদ্ধের দিন-দিনান্ত, ছেঁড়া কথার উড়াল ফানুস ইত্যাদি ।

আবুল ওমরাহ মুহম্মদ ফখরুদ্দিন
মৃত্যু: ২৪ অক্টোবর ২০২০
১.দেশাত্মবোধক গান ও আমার বাংলা মা তোর এর স্রষ্টা কে?
-আবুল ওমরাহ মুহম্মদ ফখরুদ্দিন।

ড. ফেরদৌস আহমেদ কোরেশী
১৪ জানুয়ারি ১৯৪১-৩১ আগস্ট ২০২০
১.মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনীতিক ড. ফেরদৌস আহমদ কোরেশী কোথায় জন্মগ্রহণ করেন?
-চট্টগ্রামে।
২.তিনি কবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন?
-১৯৬১ সালে।
৩.তিনি কবে প্রগতিশীল গণতান্ত্রিক দল গঠন করেন?
-২১ জুন ২০০৭।
৪.মুক্তিযুদ্ধের মুখপাত্র হিসেবে তিনি কোন পত্রিকা বের করেন?
-দেশবাংলা।

আলম তালুকদার
১ জানুয়ারি ১৯৫৬-৮ জুলাই ২০২০
১.শিশু সাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা আলম তালুকদার কোথায় জন্মগ্রহণ করেন?
-টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গালা গ্রামে।
২.তার প্রকৃত নাম কী?
-নূর হোসেন তালুকদার।
৩.তার প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কী?
-ঘুম তাড়ানোর ছড়া।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    334 Views
    by raihan
    0 Replies 
    951 Views
    by masum
    0 Replies 
    553 Views
    by shanta
    0 Replies 
    838 Views
    by tamim
    0 Replies 
    692 Views
    by raja

    বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (স্কুল এন্ড কলেজ) শেরে[…]

    ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরি কলেজ, বন্দর, (বর্তম[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীত[…]

    সর্বশেষ সরকারি বিধি মোতাবেক বিশনন্দী হাজী খোকন উচ্[…]