Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5592
কম্বোডিয়া
১.খেমাররুজরা কবে কম্বোডিয়ার রাজধানী নমপেন দখল করে?
-১৭ এপ্রিল ১৯৭৫।
২.কম্বোডিয়ার ওপর ভিয়েতনাম আক্রমণ চালায় কখন?
-২৫ ডিসেম্বর ১৯৭৮।
৩.ভিয়েতনাম কবে নমপেন দখল করে?
-৭ জানুয়ারি ১৯৭৯।
৪.ভিয়েতনাম কবে কম্বোডিয়া থেকে সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দেয়?
-২৭ সেপ্টেম্বর ১৯৮৯।
৫.কম্বোডিয়ায় গৃহযুদ্ধের অবসান হয় কবে?
-২৩ অক্টোবর ১৯৯১ সালে।
৬.রাজপন্থী দল কবে পুনরায় ক্ষমতায় আসে?
-২৩ মে ১৯৯৩।
৭.কম্বোডিয়ায় কোন সময়কাল পর্যন্ত একই সাথে দুজন প্রধানমন্ত্রী নির্বাচিত হন?
-২ জুলাই ১৯৯৩-৩০ নভেম্বর ১৯৯৮।
৮.খেমাররুজকে বেআইনি ঘোষণা করা হয় কবে?
-৭ জুলাই ১৯৯৪।
৯.খেমাররুজ নেতা পলপটের মৃত্যু হয় কবে?
-১৫ এপ্রিল ১৯৯৮ সালে।
১০.কবে রাজতন্ত্রের স্থলে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়?
-৯ অক্টোবর ১৯৭০।
১১.কবে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়?
-১৯৭৫ সালে, বিলুপ্ত ১৯৮৯ সালে।
১২.কমিউনিস্ট পার্টি অব কাম্পুচিয়া বা খেমাররুজ কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৫১ সালে।
১৩.খেমাররুজ নেতা পলপট কখন দেশটির প্রধানমন্ত্রী ছিলেন?
-১৩ মে ১৯৭৬-৭ জানুয়ারি ১৯৭৯।
১৪.মাওবাদী দল খেমাররুজ কোন সময়কাল পর্যন্ত ক্ষমতায় ছিল?
-১৭ এপ্রিল ১৯৭৫-৭ জানুয়ারি ১৯৭৯।
১৫.কে কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ করেছিলেন?
-লং নল।
১৬.স্বাধীন কম্বোডিয়ার প্রথম রাজা কে?
-নরোদম সিহানুক।

তাইওয়ান
১.তাইওয়ান চীনের সাথে যুক্ত হয় কখন?
-১৬৮৩ সালে।
২.জাপান তাইওয়ান দখল করে কখন?
-১৮৯৫ সালে।
৩.চীন জাপান থেকে তাইওয়ানকে পুনরুদ্ধার করে কখন?
-১৯৪৫ সালে।
৪.তাইওয়ানের পূর্ব নাম কী?
-ফরমোজা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]