Try bdQuiz for Free!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5588
ময়মনসিংহ জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
-১ মে ১৭৮৭ সালে।
২.আয়তন কত?
-৪,৩৯৪.৫৭ বর্গ কিলোমিটার।
৩.সীমা কী?
-পূর্বে নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলা, পশ্চিমে শেরপুর, জামালপুর, ও টাঙ্গাইল জেলা, উত্তরে ভারতের মেঘালয় রাজ্য ও দক্ষিণে গাজীপুর জেলা অবস্থিত।
৪.উপজেলার সংখ্যা কতটি?
-১৩টি।
৫.পৌরসভা কতটি?
-১০টি।
৬.ইউনিয়ন কতটি?
-১৪৬ টি।
৭.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-জাগ্রত।
৮.নদ-নদী কী কী?
-পুরাতন ব্রহ্মপুত্র, বানার, শীতলক্ষ্যা প্রভৃতি।
৯.গ্রাম কতটি?
- ২,৬৯২ টি।
১০.জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
-১১টি।

জামালপুর জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
-২৬ ডিসেম্বর ১৯৭৮ সালে।
২.আয়তন কত?
-২,১১৫,১৬ বর্গ কিলোমিটার।
৩.সীমা কী?
-জামালপুর জেলার পূর্বে ময়মনসিংহ ও শেরপুর জেলা, পশ্চিমে যমুনা নদী ও বগুড়া জেলা, উত্তরে শেরপুর ও কুড়িগ্রাম এবং দক্ষিণে টাঙ্গাইল জেলা অবস্থিত।
৪.উপজেলার সংখ্যা কতটি?
-৭টি।
৫.পৌরসভা কতটি?
-৭টি।
৬.ইউনিয়ন কতটি?
-৬৮টি।
৭.গ্রাম কতটি?
-১,৩৬১ টি।
৮.নদ-নদী কী কী?
-যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র, বানার প্রভৃতি।
৯.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-উদ্ভাসিত।
১০.জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
-৫টি।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  818 Views
  by fahimfateehunkarim
  0 Replies 
  431 Views
  by tamim
  0 Replies 
  1531 Views
  by tasnima
  0 Replies 
  467 Views
  by sajib
  0 Replies 
  841 Views
  by rekha

  এখন সময়টাই প্রচন্ড ব্যস্ত। প্রতি মুহুর্তে বেড়ে চ[…]

  ৪. ব্লগে লিখুন কিংবা তৈরি করুন ব্যক্তিগত ব্লগসাইটঃ[…]

  bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন