Get on Google Play

অনুপ্রেরণামুলক গল্প, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, ইতিবাচক আচার-আচারন ইত্যাদি
#5565
মুশাররাফ করিম
৯ জানুয়ারি ১৯৪৬-১১ জানুয়ারি ২০২০
১.কবি ও সাংবাদিক মুশাররফ করিম কোথায় জন্মগ্রহণ করেন?
-ময়মনসিংহ নগরীর সেহড়া মুন্সিবাড়ি।
২.তিনি কবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন?
-২০০৩ সালে।
৩.তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ কী কী?
-কবিতা: পাথরের পথে, যে নয় সুন্দরী শিরিন, কোথায় সেই দীর্ঘ দেবদারু নিবেদনের গন্ধঢালা, নির্বাচিত কবিতা, ঘাসের ডগায় হলুদ ফড়িঙ।
উপন্যাস: পূর্ব-পুরুষগণ, প্রথম বৃষ্টি, স্বপ্নকাব্য, উপন্যাসত্রয়ী ।

জামিলুর রেজা চৌধুরী
১৫ নভেম্বর ১৯৪২-২৮ এপ্রিল ২০২০
১.শিক্ষাবিদ, প্রকৌশলী ও বিজ্ঞানী জামিলুর রেজা চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
-সিলেট।
২.তিনি জাতীয় অধ্যাপক নিযুক্ত হন কবে?
-১৯ জুন ২০১৮।
৩.তিনি কবে একুশে পদক লাভ করেন?
-২০১৭ সালে।
৪.প্রথম বাংলাদেশি হিসেবে তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করেন?
-ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ড।
৫.জাপান সরকার কবে তাকে সম্মানজনক খেতাবে ভূষিত করে?
-২০১৮ সালে।

মেজর (অব) শওকত আলী
মৃত্যু ৪ জুলাই ২০২০
১.মেজর (অব.) শওকত আলী কোন সেক্টরের ২ নং সাব-সেক্টর কমান্ডার ছিলেন?
-১ নম্বর সেক্টর।
২.মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য তিনি কোন খেতাব লাভ করেন?
-বীরপ্রতীক।

চিত্রশিল্পী মুর্তজা বশির
১৭ আগস্ট ১৯৩২-১৫ আগস্ট ২০২০
১.চিত্রশিল্পী ও ভাষাসৈনিক মুর্তজা বশির কোথায় জন্মগ্রহণ করেন?
-ঢাকা
২.তার পিতার নাম কী?
-ড.মুহাম্মদ শহীদুল্লাহ।
৩.তার উল্লেখযোগ্য চিত্রকর্ম কী কী?
-রক্তাক্ত ২১ শে, দেয়াল, শহীদ শিরোনাম, কালেমা তাইয়্যেবা, পাখা।
৪.তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ কী কী?
-কাব্যগ্রন্থ: ত্রসরেণু, তোমাকেই শুধু, এসো ফিরে অনুসূয়া, সাদায়, এলিজি
উপন্যাস: আল্টামেরিন, মিতার সঙ্গে চার সন্ধ্যে, অমিত্রাক্ষর।
৫.তার প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কার কী কী?
-একুশে পদক, ও স্বাধীনতা পুরস্কার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    484 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]