Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4928
চুক্তি-সনদ
১.যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার মধ্যে স্বাক্ষরিত ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি USMCA কবে কার্যকর হয়?
-১ জুলাই ২০২০ সালে।
২.লিটিসিয়া প্যাক্ট ফর আমাজান নামের নতুন চুক্তিতে দক্ষিণ আমেরিকার কয়টি দেশ স্বাক্ষর করে?
-সাতটি।
৩.ইরান পরমাণু চুক্তি থেকে ট্রাম্প কবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়?
-৮ মে ২০১৮।
৪.জাতিসংঘেুর পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কবে স্বাক্ষরের জন্য উন্মোক্ত করা হয়?
-২০ সেপ্টেম্বর ২০১৭।
৫.জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি প্রথম স্বাক্ষর করে কোন দেশ?
-ব্রাজিল।

প্যারিস জলবায়ু চুক্তি
১.স্বাক্ষরের জন্য উন্মোক্ত করা হয় কবে?
-২২ এপ্রিল ২০১৬ সালে।
২.কার্যকর হয় কবে?
-৪ নভেম্বর ২০১৬।
৩.বাংলাদেশ স্বাক্ষর করে কবে?
-২২ এপ্রিল ২০১৬।

বিশ্ব ঐতিহ্য
১.বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে মোট কতটি স্থান রয়েছে?
-১,১২১ টি।
২.বর্তমানে মোট প্রাকৃতিক ঐতিহ্য কতটি?
-২১৩ টি।
৩.বর্তমানে মোট সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?
-৮৬৯ টি।
৪.বর্তমানে মোট মিশ্র ঐতিহ্য কতটি?
-৩৯ টি।

রিপোর্ট -সমীক্ষা
১.২০১৯ সালে বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
২.২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি?
-আইসল্যান্ড।
৩.গণতন্ত্র সূচক ২০১৯ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
-নরওয়ে।
৪.বর্তমানে বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
-সৌদি আরব।
৫.বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
৬.বর্তমানে তুলা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
৭.বিশ্বের শীর্ষ কার্বন নি:সরণকারী শীর্ষ দেশ কোনটি?
-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র।
৮.২০২০ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
-সিঙ্গাপুর, ।
৯.বৈশ্বিক স্বর্ণ উৎপাদনকারী শীর্ষ দেশ কোনটি?
-চীন।
১০.সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
১১.২০১৯ সালের বৈশ্বিক প্রতিযোগীতা সমক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
-সিঙ্গাপুর।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]