Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4874
১.যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট সাধারণত কী হিসেবে পরিচিত?
-রানিংমেট।
২.যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটের প্রেসিডেন্ট কে?
-ভাইস প্রেসিডেন্ট।
৩.ওয়াটার গেট কী?
-ওয়াশিংটনের একটি বাণিজ্যিক ভবন।
৪.ফ্রান্স কত সালে যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয়?
-১৮৮৬ সালে।
৫.হোয়াইট হাউসের স্থপতি কে?
-আইরিশ স্থপতি জেমস হোবান।
৬.যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ সংগঠিত হয় কত সালে?
-১৮৬১-১৮৬৫ সাল পর্যন্ত।
৭.আমেরিকা মহাদেশের নামকরণ করেন কে?
-আমেরিগো ভেসপুচি।
৮.বিম্বের সবচেয়ে বড় অফিস ভবন কোনটি?
-পেন্টাগন।
৯.ফেয়ার ফ্যাক্স কি?
-যুক্তরাষ্ট্রের বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা।
১০.ব্লাক ওয়াটার কী?
-যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা সংস্থা।
১১.মাদার অব অল বোম্বস কোন দেশের?
-যুক্তরাষ্ট্রের।
১২.যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে প্রথম নারী ফোর স্টার জেনারেলের নাম কী?
-লে. জে. অ্যান ই ডানউডি।
১৩.যুক্তরাষ্ট্রের আইনসভার প্রথম মুসলিম কংগ্রেসম্যান কে?
-কিথ এলিসন।
১৪.ইলেক্টোরাল কলেজ কী?
-যুক্তরাষ্ট্রের নির্বাচকমন্ডলী।
১৫.যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গরা কত সালে ভোটাধিকার পায়?
-১৯৫৭ সালে।
১৬.যুক্তরাষ্ট্রের প্রথম হিম্পায়িক ও তৃতীয় নারী বিচারপতি কে?
-সোনিয়া সোটোমেয়র।
১৭.যুক্তরাস্ট্রের প্রথম নারী বিচারপতি কে?
-সান্দ্রা ডে ও’কনোর।
১৮.যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকারের নাম কী?
-ন্যান্সি পেলোসিও।
১৯.যুক্তরাষ্ট্রের কোন তারিখ থেকে অর্থবছর শুরু হয়?
-১ অক্টোবর।
২০.মার্কিন প্রেসিডেন্টের সহধর্মিনীকে কী বলা হয়?
-ফার্স্ট লেডি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]