Page 1 of 1

আন্তর্জাতিক অর্থনৈতিক জোট সংক্রান্ত প্রশ্নোত্তর: পার্ট-০১

Posted: Fri Dec 04, 2020 12:58 pm
by shanta
জি-৭
১.জি-৭ কী?
-বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট।
২.জি-৭ কবে প্রতিষ্ঠিত হয়?
-১৫ নভেম্বর ১৯৭৫ সালে।
৩.জি-৭ এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
-জি-৬।
৪.জি-৭+৫ কি?
-জি-৭ এর সদস্য দেশসহ ব্রাজিল, চীন, ভারত, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত গ্রুপ।
৫.জি-৭ এর লক্ষ্য ও উদ্দেশ্য কী?
-সদস্য দেশগুলোর পারস্পারিক অর্থনৈতিক সহযোগিতা।
৬.জি-৭ এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কত?
-৬টি।
৭.জি-৭ এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-৭টি।
৮.জি-৭ এর সদস্য ছিল কোন দেশ?
-রাশিয়া।
৯.জি-৭ এর একমাত্র এশীয় দেশের নাম কী?
-জাপান।

ডি-৮
১.ডি-৮ কবে গঠিত হয়?
-১৫ জুন ১৯৯৭।
২.ডি-৮ এর সদস্য দেশ কয়টি?
-৮টি।
৩.ডি-৮ জোটের প্রস্তাবক কে?
-তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী মাসুদ আসতামাস।
৪.ডি-৮ এর প্রথম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
-১৫ জুন ১৯৯৭ সালে।
৫.ডি-৮ এর সদর দপ্তর কোথায়?
-ইস্তানবুল, তুরস্ক।
৬.ডি-৮ এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
-২০ অক্টোবর ২০১৭ সালে।

সিরডাপ
১.সিরডাপ গঠিত হয় কত সালে?
-৬ জুলাই ১৯৭৯ সালে।
২.সিরডাপ প্রতিষ্ঠাতার উদ্যোক্তা কে?
-খাদ্য ও কৃষি সংস্থা।
৩.সিরডাপ এর সদস্য সংখ্যা কত?
-১৫টি।
৪.সিরডাপ এর সদর দপ্তর কোথায়?
-ঢাকা।
৫.সিরডাপ এর মন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
-১৯৮৭ সালে।