Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4414
১.পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
-এশিয়া।
২.কোন মহাদেশ দুটিকে একত্রে ইউরেশিয়া বলা হয়?
-এশিয়া ও ইউরোপ।
৩.এশিয়া ও ইউরোপকে কেন ইউরেশিয়া বলা হয়?
-ইউরোপ মহাদেশের সাথে স্থল দ্বারা এশিয়া মহাদেশ যুক্ত হওয়ায়।
৪.এশিয়া মহাদেশের আয়তন কত?
-৪ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার বর্গ কিলোমিটার।
৫.এশিয়া মহাদেশের আয়তন পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ?
-২৯.৬%।
৬.এশিয়া মহাদেশের বৃহত্তম উপদ্বী প ও দ্বীপ কোনটি?
-আরব উপদ্বীপ ও বোর্নিও।
৭.জাপান সাগর ও পীত সাগরের মধ্যে কোন দ্বীপ অবস্থিত?
-কোরিয়া দ্বীপ।
৮.লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ কোথায় অবস্থিত?
-আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে।
৯.এশিয়া মহাদেশের বৃহত্তম সাগর কোনটি?
-দক্ষিণ চীন সাগর।
১০.এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কী?
-কাস্পিয়ান।
১১.এশিয়া মহাদেশের গভীরতম হ্রদের নাম কী?
-বৈকাল হ্রদ।
১২.এশিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
-মাউন্ট এভারেস্ট।
১৩.এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কী?
-ইয়াংসিকিয়াং।
১৪.এশিয়া মহাদেশের বৃহত্তম সমভূমির নাম কী?
-পশ্চিম সাইবেরীয় সমভূমি।
১৫.আয়তনে ও জনসংখ্যায় এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
-চীন।
১৬.আয়তনে ও জনসংখ্যায় এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি?
-মালদ্বীপ।
১৭.এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্য কোনটি?
-তৈগা।
১৮.এশিয়া মহাদেশের স্বাধীন দেশ কয়টি?
-৪৪টি।
১৯.দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয় কী?
-সংস্কৃতি।
২০.এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কোন রেখাটি?
-বিষুব রেখা।
২১.এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?
-মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
২২.বছরে নয় মাস বরফাচ্ছন্ন থাকে এশিয়ার কোন উপকূল?
-উত্তর উপকূল।
২৩.এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে গেছে কোন রেখা?
-৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা।
২৪.পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত?
-বাহরাইন দ্বীপ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]