Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4371
কলম্বিয়া
১.মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য লাতিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ কোনটি?
-কলম্বিয়া।
২.বিশ্বের সর্ববৃহৎ কোকেন উৎপাদনকারী দেশের নাম কী?
-কলম্বিয়া।
৩.কলম্বিয়া দেশটির নামকরণ করা হয়েছে কার নামানুসারে?
-কলম্বাসের নামানুসারে।
৪.কলম্বিয়ার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী?
-পিকো ক্রিস্টোবাল কোলোন।
৫.কলম্বিয়ার প্রধান গেরিলা সংগঠনের নাম কী?
-রেভ্যুলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া।

ইকুয়েডর
১.ইকুয়েডর দেশটির নাম কোন ভৌগোলিক রেখার নামানুসারে করা হয়েছে?
-বিষুব রেখা।
২.ইকুয়েডর মালিকানাধীন গালাপাগোস দ্বীপের সাথে কার নাম জড়িত?
-চার্লস ডারউইনের।
৩.ইকুয়েডর এর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী?
-চিমবো রাজো।

গায়ানা
১.গায়ানার পূর্ব নাম কী?
-ব্রিটিশ গায়ানা।
২.দক্ষিণ আমেরিকার একমাত্র কমনওয়েলথভুক্ত দেশ কোনটি?
-গায়ানা।
৩.কবে গায়ানা ব্রিটেনের উপনিবেশে পরিণত হয়?
-১৮১৪ সালে।
৪.গায়ানা কবে স্বাধীনতা লাভ করে?
-১৯৬৬ সালের ২৬ মে।

পেরু
১.ইনকা সভ্যতার ভিত্তিভূমি কোন দেশ?
-পেরু।
২.পেরুর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী?
-হুয়াসকারান।
৩.জাতিসংঘের পঞ্চম মহানসচিব পেরেজ দ্য কুয়েলার কোন দেশের নাগরিক?
-পেরু।

সুরিনাম
১.দক্ষিণ আমেরিকার একমাত্র কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য দেশ?
-সুরিনাম।
২.সুরিনামের পূর্বনাম কী?
-ডাচ গায়ানা।
৩.সুরিনামে দাসপ্রথা বিলুপ্ত হয় কবে?
-১৮৬৩ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]