Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#4303
কবি – কাব্যগ্রন্থ
অন্নদাশঙ্কর রায় – রাখী (১৯৩২)
অক্ষয়কুমার বড়াল – প্রদীপ (১৮৮৬)
অমিয় চক্রবর্তী – মাটির দেয়াল (১৯৪২), অনি:শেষ (১৯৭৬)
আবুল হাসান – রাজা যায় রাজা আসে (১৯৭২)
আহসান হাবীব – রাত্রিশেষ (১৯৬২), সারা দুপুর (১৯৬৪)
আবু জাফর ওবায়দুল্লাহ – আমি কিংবদন্তীর কথা বলছি (১৯৮১)
ইসমাইল হোসেন সিরাজী – অনল প্রবাহ (১৯০০), স্পেন বিজয়ের কাব্য (১৯১৪)
ঈশ্বরচন্দ্র গুপ্ত – প্রবোধ প্রভাকর (১৮৫৮)
কামিনী রায় – আলো ও ছায়া (১৮৮৯)
কৃষ্ণচন্দ্র মজুমদার – সদ্ভাবশতক (১৮৬১)
কাজী নজরুল ইসলাম – অগ্নিবীণা (১৯২২), বিষের বাঁশি (১৯২৪), সাম্যবাদী (১৯২৫)
গোবিন্দ্রচন্দ্র দাস – প্রেম ও ফুল (১৮৮৭), মগেরে মুলুক (১৮৯২), চন্দন (১৮৯৬)
গোলাম মোস্তফা – রক্তরাগ (১৯২৪), বুলবুলিস্তান (১৯৪৯)
জসীমউদ্দীন – রাখালী (১৯২৭), নকশীকাথার মাঠ (১৯২৯)
জীবনান্দ দাশ – বনলতা সেন (১৯৪২), রূপসী বাংলা (১৯৫৭)
প্রেমেন্দ্র মিত্র – প্রথমা (১৯৩২), নকশীকাঁথার মাঠ (১৯৪৮)
ফররুখ আহমেদ – সাত সাগরের মাঝি (১৯৪৪)
বিহারীলাল চক্রবর্তী – সারদামঙ্গল (১৮৭৯), সাধের আসন (১৮৮৯), বঙ্গসুন্দরী (১৮৭০)
বন্দে আলী মিয়া – অনুরাগ (১৯৩২), ময়নামতির চর (১৯০৬)
বিষ্ণু দে – উর্বশী ও আর্টেমিস (১৯৩৩), চোরাবালি (১৯৩৭)
বদ্ধদেব বসু – বন্দীর বন্দনা (১৯৩০), কঙ্কাবতী (১৯৩৭)
মাইকেল মধূসুদন দত্ত – তিলোত্তমাসম্ভব (১৮৬০), বীরাঙ্গনা (১৮৯৮)
মোজাম্মেল হক – প্রেমহার (১৮৯৮)
যতীন্দ্রমোহন বাগচী – অপরাজিতা (১৯১৫), নীহারিকা (১৯২৭)
রবীন্দ্রনাথ ঠাকুর – মানসী (১৮৯০), সোনার তরী (১৮৯৪), গীতাঞ্জলি (১৯১০), বলাকা (১৯১৫)
রজনীকান্ত সেন – বাণী (১৯০২), কল্যাণী (১৯০৫)
রঙ্গলাল বন্দোপাধ্যায় – পদ্মিনী উপাখ্যান (১৮৫৮)
শামসুর রহমান – প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)
শহীদ কাদরী – তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪)
স্বর্ণকুমারী দেবী – কবিতা ও গান (১৮৯৫), গাথা (১৯২৭)
সত্যেন্দ্রনাথ দত্ত – বেণু ও বীণা (১৯০৬), বেলা শেষের গাণ (১৯২৩)
সুধীন্দ্রনাথ দত্ত – তন্বী (১৯৩০), অর্কেস্ট্রা (১৯৩৫)
সুকান্ত ভট্টাচার্য – ছাড়পত্র (১৯৪৭), পূর্বাভাস (১৯৫০)
সুফিয়া কামাল – সাঝের মায়া (১৯৩৮), অভিযাত্রিক (১৯৬৯)
হাসান হাফিজুর রহমান – বিশুখ প্রান্তর (১৯৬৩), আর্ত শব্দাবলী (১৯৬৮)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    79 Views
    by fency
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tasnima
    0 Replies 
    211 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]