Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#3763
বাংলাদেশে পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি – কৃষি খাতে।
বাংলাদেশের পানীয় জলের জন্য অধিকাংশ মানুষ নির্ভর করে – নলকূপের পানির ওপর।
বাংলাদেশের পানিতে বিপজ্জনক মাত্রার চেয়ে বেশি আর্সেনিক পাওয়া গেছে – অগভীর নলকূপের পানিতে।
বাংলাদেশের নলকূপের পানিতে প্রথম আর্সেনিক ধরা পড়ে – ১৯৯৩ সালে।
পানিতে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি আর্সেনিক পাওয়া গেছে – ৬১টি জেলায়।
পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া যায়নি – ৩টি জেলায়- রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়।
বাংলাদেশে সর্বাধিক আর্সেনিক আক্রান্ত জেলা – চাঁদপুর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্যতার মাত্রা – ০.০১ লিটার।
বাংলাদেশের খাবার পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্যতার মাত্রা – ০.০৫ লিটার।
বাংলাদেশের পানিতে আর্সেনিকের মাত্রা – ১.০১ লিটার।
বাংলাদেশে সর্বপ্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয় – গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে।
আর্সেনিক দূরীকরণে সনো ফিল্টারের উদ্ভাবক – প্রফেসর আবুল হুসসাম।
আর্সেনিক দূরীকরণে আর্থ ফিল্টারের উদ্ভাবক – অধ্যাপক দুলালী চৌধূরী।
অত্যধিক দূষিত নদীর পানি – বুড়িগঙ্গা।

বাংলাদেশের পানি শোধনাগার
পানি শোধনাগার – নির্মাণ কাল
চাঁদনীঘাট, ঢাকা – ১৮৭৪ খ্রি. – বাংলাদেশের প্রথম পানিশোধনাগার।
সোনাকান্দা, নারায়ণগঞ্জ – ১৯২৯ খ্রি.
গোদানাইল, নারায়নগঞ্জ – ১৯৮৯ খ্রি.
সায়েদাবাদ, ঢাকা – ২০০২ খ্রি. – বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার।

সেচ প্রকল্প, বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ
বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প – গঙ্গা-কপোতক্ষ সেচ প্রকল্প, ১৯৫৪ সালে স্থাপিত হয়।
জি.কে প্রকল্পের আওতাভুক্ত অঞ্চল – তিস্তা বাধ প্রকল্প।
তিস্তা বাঁধ অবস্থিত – লালমনিরহাট জেলায়
তিস্তা বাধ প্রকল্প আওতাভুক্ত অঞ্চল – রংপুর ও দিনাজপুর।
তিস্তা বাধ প্রকল্পের নির্মান কাজ শুরু হয় – ১৯৫৯-৬০ সালে।
তিস্তা বাধ প্রকল্প উদ্ভাবন করা হয় – ১৯৯০ সালে।
বাকল্যান্ড বাঁধ অবস্থিত – বুড়িগঙ্গা নদীর তীরে।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]