Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#3478
উইলিয়াম কেরি
-১৭৬১ সালে ইংল্যান্ড জন্মগ্রহণ করেন।
-তিনি ১৮০০ সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠা করেন।
-তিনি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান।
-১৮৩৪ সালের ৯ জুন মৃত্যুবরণ করেন।
বাংলা সাহিত্যে অবদান
মৌলিক – কথোপকথন: বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ। বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন এই গ্রন্থে বিধৃত।
ইতিহাসমালা: বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ।
অনুবাদ গ্রন্থ: সর্বপ্রথম বাইবেল বঙ্গানুবাদ করেন।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলাভাষা চির ঋণী হয়ে আছে তার নাম – (গনমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিচালক:০৩)
-উইলিয়াম ক্যারি।
২.ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন – (তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক:০১)
-উইলিয়াম কেরি
৩.কোনটি উইলিয়াম কেরির রচনা? (থানা নির্বাচন অফিসার:০৪)
-কথোপকথোন
৪.বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম নির্দেশ করেন – (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসার:০৫)
-কথোপকথোন

রামরাম বসু
জন্ম: ১৭৫৭ সালে, হুগলি জেলার চুচুড়ায়।
তিনি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পন্ডিত।
তিনি উইলিয়াম কেরিকে ভালোভাবে বাংলা ভাষা শেখান।
তিনি ‘কেরি সাহেবের মুন্সি’ হিসেবে পরিচিতি পান।
মৃত্যু: ১৮১৩ সালে
বাংলা সাহিত্যে অবদান
প্রবন্ধ: রাজা প্রতাপাদিত্য চরিত্র: ১৮০১ সালে গ্রন্থটি বাংলা ভাষায় মুদ্রিত হয়। বাঙালী লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত মৌলিক গ্রন্থ। বাংলা গদ্যে প্রথম জীবনরচিত।
লিপিমালা: প্রথম বাংলা পত্রসাহিত্য।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.বাঙালীর লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? (পিএসসি কর্তৃক নির্ধারিত ১২টি পদ:০১)
-রাজা প্রতাপাদিত্য চরিত্র
২.বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? (প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সরকারী অফিসার:০৫)
-রাজা প্রতাপাদিত্য চরিত্র
৩.কেরি সাহেবের মুন্সি বলা হয় – (বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক:০৫)
-রামরামবসুকে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]