Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#3262
১।বর্তমানে বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? উঃ জাপান
২।সার্কভূক্ত দেশ গুলোর মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশী কোন দেশের? উঃমালদ্বীপ
৩।বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ কোনটি? উঃ কাতার (৮৭,৭১৭ ইউএসডি।)
৪।বিশ্বের সর্বনিম্ন মাথাপিছু আয়ের দেশ কোনটি? উঃ জিম্বাবুয়ে (০৯ ইউএসডি।)
৫।বিশ্বের সেরা ধনী ব্যক্তি কে? উঃ কার্লোস স্লিম, মেক্সিকো (৫৩৫০ কোটি ইউএসডি)
৬।বিল গেটস্ বর্তমানে কততম? উঃ ২য় স্থান (৫৩০০ কোটি ইউএসডি)
৭।বিশ্বের সবচেয়ে বেশী ঋণগ্রস্থ দেশ কোনটি? উঃ যুক্তরাষ্ট্র (২২ ট্রিলিয়ন ডলার)
৮।প্রত্যক্ষ বিদিশী বিনিয়গের ক্ষেত্রে এশিয়ার প্রধান দেশ কোনটি? উঃ চীন।
৯।বিশ্বের সর্বোচ্চ হীরা উৎপাদনকারী দেশ কোনটি? উঃ দক্ষিণ আফ্রিকা।
১০।বিশ্বের সবচেয়ে বেশী রেশম রপ্তানীকারক দেশ কোনটি? উঃ চীন ।
১১।বিশ্বের বৃহত্তম তেল কুপ কোনটি? উঃব্রাজিলের পি-৩৬।
১২।যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় কত? উঃ ৩৭,৬০০ ডলার।
১৩।কোন দেশে সবচেয়ে বেশী পেট্রোলিয়াম মজুদ আছে? উঃ সেীদি আরব (এক-চর্তথাংশ)
১৪।চাল উৎপাদনর শীর্ষ দেশ কোনটি? উঃ চীন।
১৫।মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তৈল অবরোধ করেছিল? উঃ ১৯৭৩ সালে।
১৬।আফ্রিকার কোন দেশ সবচেয়ে বেশী সম্পদশালী? উঃ দক্ষিণ আফ্রিকা।
১৭।মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? উঃ হংকং।
১৮।কোকেন উৎপাদনের প্রধান দেশ কোনটি? উঃ পেরু।
১৯।ভারতবর্ষে প্রথম বাজেট প্রণীত হয় কবে? উঃ ১৮৬১ সালে। বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? উঃ ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
২০।বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? উঃ নতুন : জিম ইয়ং কিম (১ জুলাই, ২০১২)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    22775 Views
    by shanta
    1 Replies 
    838 Views
    by tasnima
    0 Replies 
    96 Views
    by rajib
    0 Replies 
    116 Views
    by sakib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]