Get on Google Play

জ্যামিতি বিষয়ক আলোচনা
#2699
পূর্ণমান ৮০

১। সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া থাকলে?
একটি মাত্র ত্রিভুজ আঁকা যায়
দুটি মাত্র ত্রিভুজ আঁকা যায়
কোন ত্রিভুজ আঁকা যায় না
অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়

২। ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয়?
সূক্ষ্মকোণ
স্থুলকোণ
সমকোণ
সরলকোণ

৩। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার,ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
১৯২
৩২√৩
৬৪√৩
৬৪

৪। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণ দ্বয় হবে?
সরল কোণ
সমকোণ
সূক্ষ্মকোণ
স্থুল কোণ

৫। একটি ত্রিভুজের মধ্যমাত্র‍য় পরস্পর সমান হলে ত্রিভুজটি?
বিষমবাহু
সমদ্বিবাহু
সমকোণী
সমবাহু

৬। <A এবং <B পরস্পর সম্পূরক কোণ। <A=115° হলে, <B = কত?
65°
75°
85°
90°

৭। কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটি?
সমবাহু
সমকোণী
সূক্ষ্মকোণী
স্থুলকোণী

৮। <A= ৫০ডিগ্রি এর পূরক কোণ কত?
৬০°
৫০°
৪০°
৩০°

৯। একই চাপের উপর দন্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ হবে?
১৮০°
১২০°
৬০°
৩০°

১০। কোন ত্রিভুজের তিনটি বাহুকে একই ভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি?
১৮০°
২৭০°
৩৬০°
৫৪০°

১১। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে, তার অতিভুজের মান কত?
৭ সেমি
৫ সেমি
৬ সেমি
৮ সেমি

১২। কোন ত্রিভুজের বাহুগুলোর লম্ব - দ্বি খন্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে?
ভরকেন্দ্র
পরিকেন্দ্র
অন্তঃ কেন্দ্র
লম্ববিন্দু

১৩। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে?
স্থুলকোণ
সমকোণ
সূক্ষ্মকোণ
সরলকোণ

১৪। কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বন্দুতে ছেদ করে তাকে বলে?
ভরকেন্দ্র
পরিকেন্দ্র
অন্তঃ কেন্দ্র
লম্ববিন্দু

১৫। ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি?
সমবাহু
সমদ্বিবাহু
সমকোণী
কোনটিই নয়

১৬। কোন ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে?
ভরকেন্দ্র
পরিকেন্দ্র
অন্তঃ কেন্দ্র
লম্ববিন্দু

১৭। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি?
সূক্ষ্মকোণ
স্থুলকোণ
পূরক কোণ
সরলকোণ

১৮। তিন কোণ দেয়া থাকিলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কি ত্রিভুজ বলে?
সদৃশ্য ত্রিভুজ
সমান ত্রিভুজ
সর্বসম ত্রিভুজ
সমানুপাতিক ত্রিভুজ

১৯। ত্রিভুজের যে কোন বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টিভ?
দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর
দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
দুই সমকোণের সমান
দুই সমকোণের অর্ধেক

২০। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ?
এক সমকোণের অর্ধেক
দুই সমকোণ
তিন সমকোণ
এক সমকোণ

২১। কোন ত্রিভুজের শিরঃ কোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয়, তবে ত্রিভুজটিকে কি বলে?
সমদ্বিবাহু
সমবাহু
সমকোণী
স্থুলকোণী

২২। কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃ স্থ কোণগুলো পরস্পরের সমান হলে ত্রিভুজটি?
বিষমবাহু
সমদ্বিবাহু
সমবাহু
সমকোণী

২৩। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?
সন্নিহিত কোণ
সরলকোণ
সূক্ষ্মকোণ
পূরককোণ

২৪। ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির?
পূরক কোণ বলে
সম্পূরক কোণ বলে
সন্নিহিত কোণ বলে
প্রবৃদ্ধ কোণ বলে

২৫। ত্রিভুজের তিন বাহু, এর অন্তবৃত্তের?
জ্যা
ব্যাসার্ধ
স্পর্শক
ব্যাস

২৬। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম হবে না?
দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ
দুই কোণ ও এক বাহু
তিন কোণ
তিন বাহু

২৭। ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর?
সমান
দ্বিগুণ
অর্ধেক
এক - তৃতীয়াংশ

২৮। ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিঃস্থ কোণটি?
বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি অপেক্ষা বড় হবে
বিপ্রীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি অপেক্ষা ছোট হবে
বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে
বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির দ্বিগুণ হবে

২৯। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৪ঃ৭ঃ৮ এবং এর পরিসীমা ৩৮ সেমি হলে বাহুগুলোর দৈর্ঘ্য কত?
৬ সেমি ১২ সেমি ২০
৯ সেমি ১১ সেমি ১৮ সেমি
৮ সেমি ১৪ সেমি ১৬ সেমি

৩০। ত্রিভুজের বৃহত্তর বাহুসংলগ্ন কোণদ্বয়?
সূক্ষ্মকোণ
স্থুলকোণ
সমকোণ
সরলকোণ

৩১। একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ?
১/৯গুণ
১ /৩ গুণ
৯ গুণ
৩ গুণ

৩২। একটি কোণের দ্বিগুণ ৬০° হলে, তার পূরক কোণ কত?
৩০°
১৫°
২০°
৬০°

৩৩। চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ঃ২ঃ২ঃ৩ হলে,বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?
১০০°
১১৫°
১৩৫°
২২৫°

৩৪। সুষম বহুভুজের একটি অন্তঃ কোণের পরিমাণ ১২০° হলে এর বাহুর সংখ্যা কত?





৩৫। দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে,একটিকে অপরটির কি বলে?
সন্নিহিত কোণ
পূরক কোণ
বিপ্রতীপ কোণ
সম্পূরক কোণ

৩৬। ‌‌একটি খাড়া খুঁটি মাটি থেকে ৩ মিটার ওপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্তে ভূমিতে ৪ মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত?
৫ মিটার
৮ মিটার
৭ মিটার
৯ মিটার

৩৭। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ৬ সেমি বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল ৮১০ বর্গ৷ সেমি হলে, এর উচ্চতা কত?
২৭ সেমি
২৮ সেমি
২৫ সেমি
২৪ সেমি

৩৮। সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য ১০ সেমি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
১০০ বর্গ সেমি
৫০ বর্গ সেমি
২৫√৩ বর্গ সেমি
৫০√২ বর্গ সেমি

৩৯। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত?
৬ঃ৪ঃ৩
৬ঃ৫ঃ৪
১৩ঃ১২ঃ৫
১২ঃ৮ঃ৪

৪০। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে,যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৫০ সেমি ও ভূমি ৬০ সেমি?
১০০০০ বর্গ সেমি
১১০০০ বর্গ সেমি
১২০০ বর্গ সেমি
১১০০ বর্গ সেমি

৪১। কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃ স্থ কোণ তিনটির সমষ্টি কত?
১৮০°
২৭০°
৩০০°
৩৬০°

৪২। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার অপর দুইটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
৩৬
৪২
৪৮
৫০

৪৩। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের মান ৮০° হলে অপর কোণদ্বয়ের মান কত?
৫০° ও, ৫০°
৬০° ও ৪০°
৪৫° ও ৪৫°
৪০ ও ৪০°

৪৪। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১০ সেমি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি?
২৫√৩ বর্গ সেমি
২৫√২ বর্গ সেমি
১০০ বর্গ সেমি
৫০ বর্গ সেমি

৪৫। একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় কিরূপ হবে?
সমান
সর্বসম
অসমান
সদৃশকোণী

৪৬। কোণ ত্রিভুজের দুইটি কোণ ১০° এবং ৮০° হলে ত্রিভুজটি হবে?
স্থুলকোণী
সমকোণী
সূক্ষ্মকোণী
সমবাহু ত্রিভুজ

৪৭। একটি ত্রিভুজের যে কোন একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের?
স্থুলকোণী
সূক্ষ্মকোণী
সমকোণী
সমবাহু

৪৮। একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃ কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?
১২০°
৬০°
২৪০°
১০০°

৪৯। যদি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৫ সেমি ও ১২ সেমি হয়, তবে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?
৯ সেমি
১৩ সেমি
১২ সেমি
১০ সেমি

৫০। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
৩৮°
৪১°
৪২°
৩৯°

৫১। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 4 সে. মি. ও 3 সে.মি. অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
25 সে.মি.
49 বর্গ সে.মি.
(2+√3) বর্গ. সে. মি.
25 বর্গ সে. মি.

৫২। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে?
৩৬
৪৮
৫৬
৭২

৫৩। একটি ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50° হলে অপর কোনটি কত?
20°
30°
40°
50°

৫৪। ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৭২° এবং ৫২° হলে অপর কোণটির পরিমাণ?
৪৪°
৫৬°
৬৬°
৭০°

৫৫। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে এর অতিভুজের দৈর্ঘ্য কত?
4
3
6
5

৫৬। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার এবং ৭ সেন্টিমিটার হলে তৃতীয় বাহু - হতে পারে না?
৫ সে. মি দৈর্ঘ্যবিশিষ্ট
৮ সে. মি. দৈর্ঘ্যবিশিষ্ট
৯ সে. মি. দৈর্ঘ্যবিশিষ্ট
১৩ সে. মি. দৈর্ঘ্যবিশিষ্ট

৫৭। একটি ত্রিভুজের ভূমির পরিমাণ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত?
৯ বর্গমিটার
১৮ বর্গমিটার
১২ বর্গমিটার
৬ বর্গমিটার

৫৮। একটি ত্রিভুজের ভূমি ১২ সেন্টিমিটার, উচ্চতা ৪ সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
১২
১৮
২৪
৪৮

৫৯। একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিনগুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ২০ ডিগ্রি বড় হয় তবে কোণটি কত ডিগ্রি?
৬৪
৫০
৪০
৩২

৬০। কোন ত্রিভুজের দুটি কোণ ১০° এবং ৮০°। ত্রিভুজটি?
সমকোণী
সূক্ষ্মকোণী
স্থুলকোণী
বলা সম্ভব নয়

৬১। আয়তকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈড়ঘয ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
৪০,৫২
৪০,২৮
৪২,৩২
৩৮,৩৬

৬২। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গ মিটার হলে, কর্ণের দৈর্ঘ্য ক্ত?
১২ মিটার
৯ মিটার
৬ মিটার
৩ মিটার

৬৩। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে. মি. এবং ৬ সে. মি। এর ক্ষেত্রফল কত?
৪৮ বর্গ সে. মি
১০ বর্গ সে. মি.
১২ বর্গ সে. মি
২৪ বর্গ সে. মি

৬৪। একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১১০° হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে?
৫০°
৫৫°
৬০°
৭০°

৬৫। একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ হলে, বহুভুজের অন্তঃ কোণগুলোর সমষ্টি কত হবে?
চার সমকোণ
ছয় সমকোণ
সাত সমকোণ
আট সমকোণ

৬৬। একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে প্রত্যেকটই অন্তঃ স্থ কোণের পরিমাপ কত?
৪৫°
১২৫°
১৩৫°
১৪৫°

৬৭। বর্গক্ষেত্রেএ একটি কর্ণের দৈঘ্য 5√2 একক হলে উহার এক বাহুর দৈর্ঘ্য?
5 একক
25 একক
50 একক
100 একক

৬৮। একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরলে ১.৫ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
১৮০°
২৭০°
৩৬০°
৫৪০°
সঠিক উত্তর ৮১০°

৬৯। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত গুণ?
১৬




৭০। বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
৩ গুণ
৬ গুণ
৯ গুণ
১২ গুণ

৭১। একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে?
১০ মিটার ৮ মিটার
১৪ মিটার ১২ মিটার
১২ মিটার ১০ মিটার
৮ মিটার ৬ মিটার

৭২। ১৩ সেন্টিমিটার ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে?
৫ সেমি
৬ সেমি
৭ সেমি
৮ সেমি

৭৩। বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে?
১৩ সেমি
১৪ সেমি
১২ সেমি
১৫ সেমি

৭৪। একটি আয়তকার মেঝের ক্ষেত্রফল ২৭৩ বর্গমিটার। দৈর্ঘ্য ৫ মিটার বেশি হলে মেঝের ক্ষেত্রফল হতো ৩৩৮ বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
দৈর্ঘ্য ২১ মিটার প্রস্থ ১৩ মিটার
দৈর্ঘ্য ২৭ মিটার প্রস্থ ১৪ মিটার
দৈর্ঘ্য ২৭ মিটার প্রস্থ ১৩ মিটার
দৈর্ঘ্য ৪৭ মিটার প্রস্থ ৩২ মিটার

৭৫। একটি সুষম বহুভুজের একটি অন্ত ঃ কোণের পরিমাণ ১৪০° হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে?


১০
১২

৭৬। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
৯০ মিটার
৭০ মিটার
৭৫ মিটার
৮০ মিটার

৭৭। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ মিটার হলে পরিসীমা কত?
৯৬ মিটার
৯৮ মিটার
১০০ মিটার
১২০ মিটার

৭৮। বৃত্তস্থ সামান্তরিক একটি?
বর্গক্ষেত্র
ট্রাপিজিয়াম
রম্বস
আয়তক্ষেত্র

৭৯। একটি আয়তাকার ক্ষেত্রেএ দৈর্ঘ্য ২০%, প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
২৮% হ্রাস
২৮% বৃদ্ধি
৮% হ্রাস
৮% বৃদ্ধি

৮০। কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?
মিশরে
আরবে
গ্রীসে
চীনে

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    854 Views
    by tasnima
    0 Replies 
    39 Views
    by bdchakriDesk
    0 Replies 
    67 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    5623 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]