Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#2690
তারিখঃ ২৭/১০/২০১৯
সময়ঃ ১৮-২০ মিনিট হবে
বোর্ডঃ সরোয়ার স্যার (আমি বের হয়ে জিজ্ঞাসা করেছিলাম তাই বলল একজন যতটুকু মনে পড়ে)
**প্রথমে বলে নেই, এইটা ছিল আমার BSCS এর অধীনে ৪র্থ ভাইভা। প্লান ছিল চাকরি হলে শেয়ার করবো। আল্লাহ সেই সুযোগ করে দিলেন আলহামদুলিল্লাহ।
আমিঃ May i come in sir?
বোর্ড মেম্বারঃ yes, come in.
আমিঃ সালাম দিয়ে প্রবেশ করলাম অনুমতি পেয়ে বসার সময় ধন্যবাদ জ্ঞাপন করলাম।
বোর্ডঃ নাম, বিশ্ববিদ্যালয়, সিজিপিএ, জেলা, নিজ পরিবার সম্পর্কে জানতে চাইলেন।
আমিঃ ইংলিশে সব কিছু বলার পর খেয়াল করলেন আমি মাদ্রাসা থেকে দাখিল পাশ করা ছেলে।
বোর্ডঃ আচ্ছা আপনি মাদ্রাসা থেকে কিভাবে, কার পরামর্শে এই লাইনে আসলেন?
আমিঃ একেবারে নিজের ভাষায় সত্যি কথা বলে দিলাম (হাসলেন)।
বোর্ডঃ আচ্ছা আপনি ফিন্যান্সের ছাত্র! বলেন তো ব্যাংক বড় নাকি ফিন্যান্স বড়?
আমিঃ Sir, Finance is broader sense than bank.
বোর্ডঃ How?
আমিঃ Sir, Finance is relating to all types of financial activities that is dealing with collection of funds, utilization of funds and safe custody of surplus funds. On the other hand, Bank is narrow space where financial transactions are operated only in the banking place.Where in finance there is not only in a single place its a broader area.
বোর্ড: আচ্ছা ফিন্যান্সের একটা ভাল সংজ্ঞা দিন।
আমিঃ Finance can be defined as the art and science of বলাতে এক স্যার থামিয়ে দিয়ে বললেন বাংলায় বলতে। অন্য স্যার আমাকে বাঁচিয়ে দিয়ে বললেন, থাক না স্যার ইংলিশেই বলুক, বলেন বলেন। তারপর আমি শুরু করলাম অন্যভাবে,,
Finance is concerned with the process, institutions, markets and instruments involved in the transferred of money among and bet'n individuals, businesses and governments.
বোর্ডঃ আচ্ছা ধরেন, আপনি ২০০০০ টাকা ম্যামকে দিলেন, এইটা কি ফিন্যান্স?
আমিঃ স্যার আমি তো এমনি এমনি ম্যামকে ২০০০০ টাকা দিব না, এখানে নির্দিষ্ট উদ্দেশ্য এবং শর্ত থাকবে। যেখানে আমার বেনিফিট নির্দিষ্ট করা থাকবে। অর্থ্যাৎ এখানে নির্দিষ্ট yield থাকতে হবে তবেই এটা ফিন্যান্স। সত্যি কথা বলতে তৎক্ষনাৎ যা মাথায় আসছে তাই বলে দিলাম স্যাররা খুশি হয়ে গেছে।
বোর্ডঃ আচ্ছা ব্যাংকের মূল কাজটা কি?
আমিঃ Bank mainly collection of funds from surplus unit and provides this funds to the deficit unit.
বোর্ডঃ তাহলে ব্যাংকের ইনকাম?
আমিঃ sir, difference between the interest receipts and payments when funds are collected and provided,, this is the main income of a Bank.
বোর্ডঃ এইটার একটা নাম আছে বলতে পারবেন?
আমি: interest spread বলা হয়।
বোর্ডঃ interest spread কত এখন জানেন?
আমিঃ actual figure জানতাম না। একটু থেমে গেলাম! এক স্যার বললেন প্রচলিত একটা rate আছে বলেন। instant বুদ্ধি খাটিয়ে বলে দিলাম ৩%। এক স্যার আৎকে উঠলেন, না! অন্য স্যার বললেন ঠিকই বলেছেন উনি, আচ্ছা বলেন তো কিভাবে ৩%?
আমি বললাম স্যার loan এর against 9% and deposit এর against এ ৬% (আসলে সেইটা হট টপিক ছিল নয়-ছয় বাস্তবায়ন)। স্যার খুশি হয়ে গেলেন আমিও বেঁচে গেলাম।
বোর্ডঃ আচ্ছা ব্যাংকের main product কি?
আমিঃ স্যার আমি যদি Deposit এর কথা চিন্তা করি তাহলে BDBL এর কিছু product যেমনঃ চিকিৎসা সঞ্চয় স্কিম, শিক্ষা স্কিম আরো কয়েকটা বলল(BDBL 1st choice হওয়ায় মুখস্ত ছিল)। উনারা বললেন আপনার চিন্তা ঠিক আছে তবে main product কি specific বলেন? আমি বললাম স্যার লোন?? পরে হাসি দিলেন আর বললেন না Deposit ই main product. Sorry sir confused হয়ে গিয়েছিলাম।positive ছিল সবাই এইটা বলার পর।
বোর্ডঃ ম্যামকে ইশারা দিয়ে বললেন প্রশ্ন করতে। তখন ম্যাম শুরু করলেন। আচ্ছা Money market and capital market difference বলেন।
আমিঃ mam, money market is the market where short term securities are traded generally less than 1 year and capital market where long term securites are traded generally more than 1 year.
ম্যামঃ কোনটার Regulator কে?
আমিঃ money market এর Regulator Bangladesh Bank and capital market এর Regulator Bangladesh Securities and Exchange Commission(BSEC).
ম্যামঃ আরো একটা আছে Insurance company এইটার Regulator কে?
আমিঃ Insurance Development and Regulatory Authority(IDRA) তারপর ম্যাম ইশারা দিয়ে অন্য স্যারকে বলেন অকে।
বোর্ডঃ আচ্ছা আপনার বাড়ি তো কুমিল্লায়, কুমিল্লার একজন বিখ্যাত লোকের নাম বলেন
আমিঃ স্যার বর্তমানে মাননীয় অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। বললেন আরো একজন আছে! আমি বললাম স্যার ধীরেন্দ্রনাথ দত্ত্ব। বললেন কেন? স্যার আমাদের বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিটি পাকিস্তানের গণপরিষদে তিনিই প্রথম উত্থাপন করেছিলেন।
বোর্ডঃ আচ্ছা কুমিল্লার একজন কুখ্যাত ব্যক্তির নাম বলেন? (গত বিবি অফিসারে আমাকে সেইম প্রশ্ন করাতে উত্তর দিতে পারি নি, এইবার আর মিস হয় নি)
আমিঃ স্যার, খন্দকার মোস্তাক আহমেদ। বললেন কেন? আমি বললাম স্যার ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের মূলহোতা ছিলেন।
বোর্ডঃ আচ্ছা আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, ৭ জন বীরশ্রেষ্ঠ ব্যক্তির নাম বলুন।
আমিঃ পদবীসহ ১জনের নাম ২ বার বলে ৫জন পর্যন্ত বলে ফেললাম😀আর মনে আসছে না। স্যার অনেক অমায়িকভাবে বললেন উনারা জাতির সূর্যসন্তান উনাদের নাম ঠুটের আগায় রাখতে হবে। আমি বললাম স্যার সরি স্যার এই মূহুর্তে মনে আসছে না ২ জনের নাম।
বোর্ডঃ সর্বশেষ সরোয়ার স্যার বললেন আচ্ছা আপনি তো ইংলিশে ভাল কেন ব্যাংকে আসতে চান ইংলিশে গুছিয়ে বলুন তো দেখি।
আমিঃ sir I wanted to be a banker from very begining of my setting goal and when i got chance in a public university i got the royal department(Finance and banking) that is closely related to this sector. And I have a confidence that i will be a good banker if u hire me. ওকে, আপনি আসুন। সালাম দিয়ে চলে আসলাম।
-কার্টেসিঃ Ikbal Hossain ভাই
-ফলাফলঃ
সোনালী ব্যাংক লিমিটেড,
সিনিয়র অফিসার।

    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক […]

    প্রতিষ্ঠাকাল থেকে শতভাগ পাশ ও ৭০% জিপিএ-৫ প্রাপ্তি[…]

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]