Get on Google Play

এই ফোরামা সম্পর্কিত বিভিন্ন ঘোষনা এবং ফোরামে টপিক ও কমেন্ট পোস্ট করার নিয়মাবলী
#323
টপিক বা প্রশ্ন পাবলিশ করার নিয়মাবলী

১। প্রত্যেকটি ফোরামে শুধুমাত্র প্রাসঙ্গিক টপিক বা প্রশ্ন বা কমেন্ট পোস্ট করা যাবে (প্রত্যেকটি ফোরাম নির্দিষ্ট বিষয়গুলোর জন্য নির্ধারিত যা ফোরাম টাইটেল এর নিচে দেওয়া আছে)।
২। শুধুমাত্র চাকরি বষয়ক লেখা বা প্রশ্ন বা অভিজ্ঞতা বা মতামত বা পরামর্শ শেয়ার করা যাবে।
৩। রাজনৈতিক বা অর্থনৈতিক বা সামাজিক যে সব বিষয় চাকরি বা চাকরির পরীক্ষা বা প্রস্তুতির সাথে সম্প্ক্ত না সে সব আলোচনা সম্পুর্ণ নিষিদ্ধ।
৪। এই ফোরাম শুধুমাত্র চাকরি প্রার্থী এবং চাকরিজীবীদের জন্য তবে অবশ্যই সকল লেখা বা প্রশ্ন বা কমেন্ট চাকরির অভিজ্ঞতা বা প্রস্তুতি বা পরীক্ষার সাথে সরাসরি সম্পৃক্ত হতে হবে।
৫। অন্যের লেখা কার্টেসী (পুরা নাম) ব্যতীত পোস্ট করা যাবে না।

দন্ড / শাস্তি

গ্রুপে দন্ড মূলত দুই প্রকারঃ
১) লঘু দন্ডঃ এর শাস্তি হচ্ছে স্ট্যাটাস ডিলিটসহ সদস্য ১ মাসের জন্য ব্যন ।তাই এ শাস্তিকে সতর্কতামূলক শাস্তিও বলা হয়।
২) গুরু দন্ডঃ এর শাস্তি হচ্ছে চিরস্থায়ী ব্যান/ব্লক, আইপি এবং সদস্যপদ দুটোই।

ফোরামের উন্নয়নের এবং পরিবেশ রক্ষার স্বার্থে অ্যাডমিন প্যানেল উপরের যেকোন রুলস পরিবর্তন, পরিবর্ধন কিংবা সংযোজনের ক্ষমতা রাখে।

রেজিস্ট্রেশন সম্পর্কে কিছু শর্ত

১। রেজিস্ট্রেশন করার জন্য শুধুমাত্র নিম্নে লিখিত ই-মেইল সেবা দাতা প্রতিষ্ঠানের ই-মেইল ঠিকানা ব্যবহার করা যাবেঃ
  • gmail.com
  • yahoo.com
  • ymail.com
  • outlook.com
  • hotmail.com
  • aol.com
  • mail.com
  • icloud.com
২। ই-মেইল ঠিকানাটি সকিৃয় হতে হবে কারন ঐ ঠিকানায় ভেরিফিকেশন লিংক পাঠান হবে, যেটাতে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পুর্ণ করতে হবে।
৩। রেজিস্ট্রেশন সম্পর্কিত যেকোন সাহায্যের জন্য আমাদের ফেসবুক পেজ এ অথবা কন্টাক্ট ফর্ম ব্যবহার করে মেসেজ দিন।
Borhanuddin liked this

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]