Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#1976
1. মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলিম কবিগণের সর্বাপেক্ষা উল্লেখ্যযোগ্য অবদান কি?

উঃ রোমান্টিক প্রণয়োপাখ্যান।


2. মধ্যযুগে ফারসি ভাষা থেকে অনুদিত প্রণয়োপাখ্যানগুলো কি কি?

উঃ ইউসুফ-জুলেখা, লাইলী-মজনু, গুলে বকাওয়ালী, সয়-ফুলমুলুক বদিউজ্জামাল।


3. মধ্যযুগে হিন্দী ভাষা থেকে অনুদিত প্রণয়োপাখ্যানগুলো কি কি?

উঃ পদ্মাবতী, সতী ময়না লোরচন্দ্রনী, মধুমালতী, মৃগাবতী ইত্যাদি।

4. গুলে বকাওয়ালী কে রচনা করেন?

উঃ নওয়াজিশ আলী খান।


5. গুলে বকাওয়ালী অন্য কোন কবি রচনা করেন?

উঃ মুহাম্মদ মুকিম।


6. সয়ফুলমুলুক বদিউজ্জামাল কাব্যের কাহিনী কি?

উঃ আরবিয় উপন্যাস বা আলেফ লায়লা।


7. সয়ফুলমুলুক বদিউজ্জামাল কে রচনা করেন?

উঃ আলাওল।

8. সয়ফুলমুলুক বদিউজ্জামাল অন্য কোন কোন কবি রচনা করেন?

উঃ দেনা গাজী চৌধুরী, ইব্রাহিম ও মালে মোহম্মদ।

9. সপ্তপয়কর কে রচনা করেন?

উঃ আলাওল। .

10. সপ্তপয়কর কোন কবির রচনার ভাবানুবাদ?

উঃ পারস্যর কবি নিজামী গঞ্জভীর সপ্তপয়কর কাব্যের।

11. লাইলী মজনু কে রচনা করেন?

উঃ বহরাম খান।


12. ইউসুফ-জুলেখা কে রচনা করেন?

উঃ শাহ মুহম্মদ সগীর।

13. ইউসুফ-জুলেখা অন্য কোন কোন কবি রচনা করেন?

উঃ আব্দুল হাকিম, গরীবুল্লাহ, গোলাম সাফাতউল্লাহ, সাদেক আলী ও ফকির মুহাম্মদ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1841 Views
    by romen
    0 Replies 
    359 Views
    by sajib
    0 Replies 
    207 Views
    by kajol
    0 Replies 
    185 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]