Get on Google Play

ইংরেজি ব্যাকরণ বিষয়ক আলোচনা
#1537
Rule-01.article ও preposition এর মাঝে noun
বসে ।
The (believe) —– of language specialist is
right.
সমাধানঃ উপরের sentence এ article (the) ও
preposition (of)
এর মাঝে ব্র্যাকেট এর
মধ্যে থাকা শব্দটির noun form বসবে ।
believe এর noun form হল belief । তাহলে
সঠিক answer হল belief.
They should also have the (able)—– of using
the language appropriately.
সমাধানঃ উপরের sentence এ article (the) ও
preposition (of)
এর মাঝে ব্র্যাকেট এর
মধ্যে থাকা শব্দটির noun form বসবে । able
এর noun form
হল ability । তাহলে সঠিক answer হল ability.
Jerry took the (responsible) —– of breaking
the axe handle.
সমাধানঃ-উপরের sentence
এ article (the) ও preposition (of)
এর মাঝে ব্র্যাকেট এর
মধ্যে থাকা শব্দটির noun form বসবে ।
responsible এর noun form হল responsibility ।
তাহলে সঠিক answer হল responsibility.
Rule-02. Possessive case (my, his, her, our,
their, your ) single
(একটা) word হলে তার পর noun বসবে ।
In case of his (fail)—- Jerry took the
responsibly.
সমাধানঃ-উপরের sentence
এ possessive case এর পর ব্র্যাকেট এর
মধ্যে থাকা শব্দটির noun form বসবে । fail
এর noun form হল failure ।
তাহলে সঠিক answer হচ্ছে failure.
The book adds to our (enlighten) —–.
সমাধানঃ-উপরের sentence
এ possessive case এর পর ব্র্যাকেট এর
মধ্যে থাকা শব্দটির noun form বসবে ।
enlighten এর noun form হল enlightenment ।
তাহলে সঠিক answer হচ্ছে enlightenment.
Rule -03. Auxiliary verb এবং main verb এর
মাঝখানে gap
থাকলে সেখানে adverb
বসবে ।
The prize money was (equal) —- distributed
among the players.
সমাধানঃ-উপরের sentence
এ auxiliary verb (was) ও main verb
(distributed)এর মাঝে ব্র্যাকেট এর মধ্যে
থাকা শব্দটির adverb form বসবে । equal এর
adverb form হল equally । তাহলে সঠিক
answer হচ্ছে equally.
Frozen carbon dioxide is (common) —- known
as dry ice.
সমাধানঃ-উপরের sentence
এ auxiliary verb (is) ও main verb (known)এর
মাঝে ব্র্যাকেট এর মধ্যে থাকা শব্দটির
adverb form বসবে । common
এর adverb form হল commonly । তাহলে
সঠিক answer হচ্ছে commonly.
Rule-04. কোন sentence এ যদি ‘being’ থাকে
এবং তার পর যদি verb থাকে তবে ঐ verb
টির past participle formহবে ।
English is being ( use) —– in more than 60
countries.
সমাধানঃ-উপরের sentence
এ being এর পর ব্র্যাকেট এর মধ্যে থাকা
শব্দটির past participle form বসবে । use এর
past participle form হল used । তাহলে সঠিক
answer হচ্ছে used.
Our environment is being (pollute) —-.
সমাধানঃ-উপরের sentence
এ being এর পর ব্র্যাকেট এর মধ্যে থাকা
শব্দটির past participle form বসবে । pollute
এর past participle form হল polluted । তাহলে
সঠিক answer হচ্ছে polluted.
Rule-05. কিছু Preposition
(যেমন by, for, without etc) এর পর verb
থাকলে তার সাথে ing যুক্ত হবে ।
People risk their lives by (pollute) ——the
environment.
Rule-06. কোন sentence এ subject + verb +
object এই গঠনের পর আবার যদি অতিরিক্ত
single বা একটা word নিতে হয় তাহলে
সেখানে adverb বসবে ।
Jerry did his work (careful) —-.
সমাধানঃ-উপরের sentence
এ subject (Jerry), verb(did), object (his work)
এর পর ব্র্যাকেট এর মধ্যে থাকা শব্দটির
adverb form বসবে । careful এর adverb form
হল carefully । তাহলে সঠিক answer হচ্ছে
carefully.
We learn our mother tongue ( natural) —–.
সমাধানঃ-উপরের sentence
এ subject (We), verb(learn), object (our
mother tongue) এর পর ব্র্যাকেট এর মধ্যে
থাকা শব্দটির adverb form
বসবে । natural এর adverb form
হল naturally । তাহলে সঠিক answer হচ্ছে
naturally.
Education trains us ( mental) ——.
সমাধানঃ-উপরের sentence
এ subject (Education), verb(trains), object (us)
এর পর ব্র্যাকেট এর মধ্যে থাকা শব্দটির
adverb form বসবে । mental এর adverb form
হল mentally । তাহলে সঠিক answer হচ্ছে
mentally.
Rule-07. sentence (subject +verb + object) এর
শুরুতে gap
থাকলে adverb বসে .
(Near) —–, 350 million people speak English.
সমাধানঃ-উপরের sentence
এ subject (350 million people), verb(speak),
object (English) এর আগে অর্থাৎ sentence
এর শুরুতে ব্র্যাকেট এর মধ্যে থাকা
শব্দটির adverb form
বসবে । Near এর adverb form
হল Nearly । তাহলে সঠিক answer হচ্ছে
Nearly.
(Official) —–, English is used in more than 60
countries.
সমাধানঃ-উপরের sentence
এ subject (English), verb(is used), এর আগে
অর্থাৎ sentence এর শুরুতে ব্র্যাকেট এর
মধ্যে থাকা শব্দটির adverb form বসবে ।
Official এর adverb form হল Officially । তাহলে
সঠিক answer হচ্ছে Officially.
(Recent) —–, the world’s climate is changing
rapidly.
সমাধানঃ-উপরের sentence
এ subject (350 million people), verb(speak),
(English) এর আগে অর্থাৎ sentence এর
শুরুতে ব্র্যাকেট এর মধ্যে থাকা শব্দটির
adverb form বসবে । Recent এর adverb form
হল Recently । তাহলে সঠিক answer হচ্ছে
Recently.
Rule -08. Causative verb (get, make, help,
have, let) এর পর বস্তুবাচক বা
ব্যাক্তিবাচক নয় এমন কোন object থাকলে
এবং তার পর verb থাকলে সেই verbটির
past participle
হবে ।
Structure- subject + get (any tense) +
বস্তুবাচক object
+v.p.p
We are getting the oceans (pollute) ——.
সমাধানঃ-উপরের sentence
এ subject (We), verb(are getting), বস্তুবাচক
object (the oceans) এর পর ব্র্যাকেট এর
মধ্যে থাকা verb টির past participle form
বসবে । pollute
এর past participle form হল polluted । তাহলে
সঠিক answer হচ্ছে polluted.
I got my car ( wash) ——-.
সমাধানঃ-উপরের sentence
এ subject (I), verb(got),
বস্তুবাচক object (my car) এর পর ব্র্যাকেট
এর মধ্যে থাকা verb টির past participle
form বসবে । wash এর past participle form হল
washed । তাহলে সঠিক answer হচ্ছে
washed .
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]