Get on Google Play

ইংরেজি ব্যাকরণ বিষয়ক আলোচনা
#1511
সব চাকরির পরীক্ষাতে Spelling আসেই । প্রিলিতে ১একটা থাকবেই । তাই কিছু গুরুত্বপূর্ণ Spelling এবং যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল নিয়মিত অনুশীলন করুন।
--------------------------------------------------------
১। Lieutenant ( লেফটেনেন্ট ) - সামরিক পদবি, বদলি, প্রতিনিধি।(I আর Eউল্টা পাল্লা করে দেয় এবং A এর জায়গায় E দেয় তাই মনে রাখুন আগে I তারপর, E এবং N-পর A )
✿ছন্দ---- Lie u ten ant- মিথ্যা তুমি দশ পিঁপড়া।
-------------------------✿-------------------------------
২। Psychological ( সাইকোলজিক্যাল ) - মনস্তাত্ত্বিক।( এখানে P, H না দেয়)
✿ছন্দ---- Psy cholo gi cal- পিসি চলো যাই কাল।
-------------------------✿-------------------------------
৩। Assassination ( এ্যাসএ্যাসিনেশন )- গুপ্তহত্যা।(এখানে S কম বেশি করে দে্য় এবং s পর e দেয় মনে রাখুন S জোড়ায় জোড়ায় থাকে)
✿ছন্দ----Ass ass i nation - গাধা গাধা আমি জাতি।
-------------------------✿-------------------------------
৪। Questionnaire- প্রশ্নমালা। (এখানে nnaire -কে দিয়ে ঝামেলায় ফেলে দেয়)
✿----ছন্দ----Question nai re - কোশ্চেন নাই রে।
-------------------------✿-------------------------------
৫। Assessment - নির্ধারণ, পরিমাপ ,মূল্যায়ন।(এখানে S কম বেশি করে দেয় তাই মনে রাখুন S জোড়ায় জোড়ায় থাকে)
✿ছন্দ----Ass e ss men t- গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
-------------------------✿-------------------------------
৬। Hallucination- অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।এখানে মনে রাখুন L ডাবল এবং C এর I )
✿ছন্দ----Hall u ci nation- হলে তুমি! ছি জাতি।(
-------------------------✿-------------------------------
৭। Diarrhoea- উদারাময়।(এখানে I, A E এর অবস্থান পরিবর্তন করে দেয় এবং R কম বেশি করে দেয়)
✿ছন্দ----Dia rr hoea - ডায়াল করো ডাবল rr হয়ে যাবে।
-------------------------✿-------------------------------
৮। Bureaucracy- আমলাতন্ত্র।(এখানে U E,A এর অবস্থান উল্টা পাল্টা করে দেয় তাই reau -টি ভালো করে মনে রাখুন।
✿ছন্দ----Burea u cracy- বুড়িয়া তুমি cracy.
-------------------------✿-------------------------------
৯। Restaurant- রেস্টুরেন্ট।(এখানে Tপর U দেয় এবং Rপর E দেয় তাই মনে রাখুন tau এবং rant)
✿ছন্দ----Rest a u r ant - বিশ্রাম এ তুমি আর পিঁপড়া।
-------------------------✿-------------------------------
১০। Parallel- সমান্তরাল।এখানে L কম বেশি ও A এর জায়গায় E দেয়)
✿ছন্দ----Par all e l -পার করো সকলকে ই।
-------------------------✿-------------------------------
১১। Illegitimate- অবৈধ।(এখানে L কম দেয় , I না দিয়ে E দেয় এবং শেষের E দেয় না )
✿ছন্দ----Il leg i tim ate - অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
-------------------------✿-------------------------------
১২। Miscellaneous- বিবিধ।(এখানে L কম দেয় ও একসঙ্গে S ডাবল দেয় এবং eous উল্টা পাল্টা করে দেয় তাই মনে শেষে eous আছে ও M এর S একটি এবং Lদুটি
✿ছন্দ----Mis cell an e o us- মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে।
(cell-ক্ষুদ্র কক্ষ)
এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার আসা গুরুত্বপূর্ণ কিছু শব্দের বানানগুলো ভালো করে দেখে রাখুন।এই বানান গুলোতে যেখানে খটকা লাগে বা পরীক্ষাতে এলোমেলো করে দেওয়া থাকে সেগুলো ক্লিয়ার করে দিলাম।

1.Tuition (U এর পর I ও শন এ T )
2. Misspell( দুটো S ও দুটো L)
3. Humorous(এটা >>rous)
4. Welcome(ডাবল L হয় না )
5.Shakespeare ( K পর ই)
4.Somerset Maugham( মম)
5.Separate ( S এর E এবং R এর পর A)
6.Acknowledgement (L এর পর D তারপর G)
7.Tremendous
8.Committee( ডাবল M ও ডাবল T এবং ডাবলE)
9. Professional( ডাবল S)
10. Aggression (ডাবলG, ডাবলS)
11.Challenge (ডাবল L)
12. Occasion (ডাবল C , শন-এ S )
13.Perseverance(V এর পরE এবং R এর পর A )
14.Transparency (
15.Restaurant ( মনে রাখুন রেসটাউর্যান্ট >> T এর পর A ,U এবং Rএর পর A )
16.Depression (ডাবল S )
17. Catalogue( শেষে gue)
18. Colleague (মাঝে ea)
19. Maintenance(T‘র পর E এবং N এর পর A)
20. Expedient (D এর পর I)
21.Intention (শন এ T)
22.Recession (ডাবল S)
23. Acquaintance (Q এরপর U ,Aএবং টির পর A )
24. Questionnaire (কোয়েসশন নাইরে)
25.Quarrel ( Q এরপরU A এবং ডাবল R)
26.Triumph
27. Conveyance
28.Fulfill(ফুল এ ডাবল L নয়)
29. Dysentery (D এরপর Y )
30. Cholera
31.Abhorrence (ডাবল R)
32.Posthumous
33.Secretariat (এটা মনে রাখুন riat । টির পর কিছু নাই।
34.Supercilious
35.Ascertain( A এরপর S )
36.Millennium(ডাবল Lও N)
37.Millionaire (মিল্লিওনাইর)
38.Bouquet
39. Collaboration(ডাবল L)
40. Dilemma (ডাবল M )
41.Accommodation (ডাবল C ও ডাবল M)
42.Possession (ডাবল ডাবল S)
43.Tuberculosis( এল এরপর ও)
44. Accessories( ডাবল C, ডাবল S)
45.Attainment ( ডাবল T)
46. Discussion (ডাবল S)
47.Achievement (ch এর পর I তারপর E )
48. Messenger (ডাবল Sও GপরE )
49. Marriage( শেষের age)
50. Beginning (ডাবল N )
51. Indispensable( S এরপরA , I নয় )
52.Transfiguration
53.Attendance (ডাবলT)
54.Receive (C পর E তারপর I)
55. Belief / Believe (L এর পর আগে I তারপর E)
56.Scintillation (প্রথমের S)
57. Commentary (ডাবল M ও টি‘র পর A)
58.Heterogeneous (এটা >neous)
59. Commission (ডাবল M , ডাবল S )

(collected)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    210 Views
    by mousumi
    0 Replies 
    90 Views
    by raihan
    0 Replies 
    938 Views
    by mousumi
    0 Replies 
    16126 Views
    by tasnima
    0 Replies 
    387 Views
    by sajib
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]