Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#8962
১. এককথায় প্রকাশ করুন:
ক) অন্য গাছের উপর যে গাছ জন্মায় – পরগাছা।
খ) যে বেশি কথা বলে – বাচাল।
গ) লাভ করার ইচ্ছা – লিপ্সা।
ঘ) পটে আঁকে যে – পটুয়া।
ঙ) যা বলা হয়নি – অনুক্ত।

২. সন্ধি-বিচ্ছেদ করুন:
ক) পরীক্ষা= পরি + ঈক্ষা
খ) উচ্ছেদ = উৎ+ছেদ
গ) গবাদি= গো+আদি
ঘ) দিগন্ত= দিক্ +অন্ত
ঙ) জনৈক = জন + এক।

৩. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
ক) উপকূল = কুলের সমীপে (অব্যয়ীভাব সমাস)
খ) শতাব্দী = শত অব্দের সমাহার (দ্বিগু সমাস)
গ) ত্রিফলা = ত্রি ফলের সমাহার (দ্বিগু সমাস)
ঘ) গায়েহলুদ = গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে (মধ্যপদলোপী বহুব্রীহি সমাস)
ঙ) মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)।

৪. নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন:
ক) দিন – রাত
খ) ধনী – দরিদ্র
গ) আদান – প্রদান
ঘ) আশু – বিলম্ব
ঙ) মুক্ত – আটক।

৫. নিচের বাগধারাসমূহের অর্থ লিখ:
ক) আমড়া কাঠের ঢেঁকি – অপদার্থ
খ) ইতর বিশেষ – পার্থক্য
গ) আঠারো মাসে বছর – দীর্ঘসূত্রিতা
ঘ) নয় ছয় – অপচয়
ঙ) অরণ্যে রোদন – নিস্ফল আবেদন।

৬. নিচের সংক্ষিপ্তরূপসমূহের পূর্ণরূপ লিখুন:
ক) WHO: World Health Organization.
খ) UNICEF: United Nations Children’s Fund.
গ) GFATM: Global Fund to Fight AIDS, Tuberculosis and Malaria.
ঘ) UNFPA: United Nations Population Fund.
ঙ) IMF: International Monetary Fund.

৭.Fill in the blanks with suitable prepositions:
ক) Never jeer – the poor. – at
খ) He walked – the store. – to
গ) The painting hangs – the fireplace. – above
ঘ) Did you find your phone – the bed? – on
ঙ) Tit – tat. – for

৮. Write five sentences about ‘Vaccine’.

৯. নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন:
ক) অল্পবিদ্যা ভয়ঙ্করী।
উত্তর: A little learning is a dangerous thing.
খ) সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে।
উত্তর: It has been raining for seven days.
গ) তিনি রোজ খবরের কাগজ পড়েন।
উত্তর: He reads newspaper everyday.
ঘ) সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত।
উত্তর: The Sundarban is to the South of Bangladesh.
ঙ) লোভে পাপ পাপে মৃত্যু।
উত্তর: Greed leads to sin and to death.

১০. Make sentences with the followings:
ক) All in all – All in all it’s been a good year.
খ) Cats and dogs – It has been raining cats and dogs.
গ) By and by – You will get used to it by and by.
ঘ) Bone of contention – Money is a common bone of contention in many marriages.
ঙ) In consequences of - The child was born deformed in consequence of an injury to its mother.

১১. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লিখুন:
ক) বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ? – ১৬ ডিসেম্বর।
খ) ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল? – ১৯৬৬ সালে।
গ) বর্তমান বাংলা কত সাল? – ১৪৩১ বঙ্গাব্দ।
ঘ) বাংলাদেশের সংবিধান দিবস কবে? – ৪ নভেম্বর।
ঙ) ঢাকায় মেট্রোরেল সর্বপ্রথম কবে চালু হয়? – ২৮ ডিসেম্বর ২০২৪।
চ) বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? – ১৪ ডিসেম্বর।
ছ) শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষণা করা হয় কবে? – ৩ মার্চ ১৯৭১।
জ) কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? – এডিস।
ঝ) মানবদেহে কিডনি (সাধারণত) কয়টি থাকে? – ২টি।
ঞ) ইরাটম কী? – উন্নত জাতের ধান।
ট) জান্নাতাবাদ কার পূর্বনাম? – বাংলাদেশ।
ঠ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয়? – ২১ ফেব্রুয়ারি।
ড) জেল হত্যা দিবস কত তারিখে? – ৩ নভেম্বর।
ঢ) সুনামগঞ্জের নতুন উপজেলার নাম কী? -মধ্যনগর।
ণ) FAO-এর সদরদপ্তর কোথায় অবস্থিত? – রোম, ইতালি।

১২. ৪৮ জন শ্রমিক একটি কাজ ১০ দিনে করতে পারে। ৮ দিনে শেষ করতে হলে, নতুন কতজন শ্রমিক লাগবে? – ১২ জন।
১৩. উৎপাদকে বিশ্লেষণ করুন:
X2 – 3x – 28. – (x -7) (x + 4).
১৪. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্থ ৩ মিটার, উচ্চতা ৪ মিটার। এর আয়তন কত? – ৬০ ঘনমিটার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    12621 Views
    by tumpa
    0 Replies 
    11306 Views
    by tumpa
    0 Replies 
    9209 Views
    by rekha
    0 Replies 
    13033 Views
    by rafique
    0 Replies 
    20727 Views
    by rafique

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]