- Sun Jan 12, 2025 4:10 pm#8255
প্রশ্নঃচাপের একক atm বলতে কী বোঝায়?
উঃ সমুদ্রপৃষ্ঠে 〖45〗^0 অক্ষাংশ o^(0 )C উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে ৭৬ সেমি পারদ স্তম্ভের চাপকে এক বায়ুমণ্ডলীয় চাপ বা ১ অ্যাটমোসফিয়ার (atm) চাপ বলে।
প্রশ্নঃঅ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম কী?
উঃ নাম শুনে অনেকটা পার্কের মতো মনে হলেও এটি মূলত আমদানি-রপ্তানি শুল্কায়নের একটি স্বয়ংক্রিয় পদ্ধতি । UNCTAD দ্বারা ডিজাইনকৃত অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডেটা (ASYCUDA) হলো আধুনিক স্বয়ংক্রিয় পরিবেশ আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহণ কার্যক্রমের জন্য একটি সমন্বিত শুষ্ক ব্যবস্থাপনা ব্যবস্থা। আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের লেনদেনসহ স্পর্শকাতর অনেক তথ্য – উপাত্ত থাকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম। এটি ১৯৯৩ সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষসহ বিশ্বের প্রায় ১০২ টি দেশে আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনা করে।
প্রশ্নঃআপারেশন মেঘদূত সম্পর্কে জানতে চাই ?
উঃ অপারেশন মেঘদূত ছিল ভারতের জম্মু কাশ্মির রাজ্যের সিয়াচেন হিমবাহ অঞ্চল দখল করার জন্য ভারতের সশস্ত্র বাহিনীর অভিযানের কোড নাম । ১৩ এপ্রিল ১৯৮৪ সিয়াচেন হিমবাহ ও তার সংলগ্ন এলাকায় পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে এ অভিযান সংঘটিত হয়। এই অভিযানের ফলে সিয়াচেন হিমবাহ ও সালতোরো পর্বতশ্রেণি এলাকা ভারতের অধিকারে আসে । অপরদিকে পাকিস্তান সালতোরো পর্বতশ্রেণির পশি্চমদিকে অবস্থিত হিমবাহ উপত্যকাগুলো অধিকার করে।
প্রশ্নঃটাকার মান কীভাবে নির্ধারণ করা হয়?
উঃ প্রাথমিকভাবে যে কোনো রাষ্ট্রের অর্থের আন্তর্জাতিক মূল্য নির্ধারিত হয় তার যোগান এবং চাহিদার ওপর নির্ভর করে। তবে সাধারণত টাকার মান নির্ধারণ হয় টাকার ক্রয় ক্ষমতা দিয়ে। টারার মূল্য নির্ধারণের কিছু প্রধান উপায় -১.সোনার মান ,২. মুদ্রাস্ফীতি , ৩.টাকার চাহিদাও সরবরাহ ৪. সুদের হার ,৫. বাণিজ্যে ভারসাম্য , ৬. আন্তর্জাতিক বাজার , ৭. সরকারের নীতি । এসব কারণ বিবেচনা করে দেশের কেন্দ্রীয় ব্যাংক টাকার মূল্য নির্ধারণ করে থাকে।
প্রশ্নঃএকটি পিসি চালু করলে প্রথমে কোন কোডিটি সচল হয়?
উঃBIOS (Basic Input Output System)
উঃ সমুদ্রপৃষ্ঠে 〖45〗^0 অক্ষাংশ o^(0 )C উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে ৭৬ সেমি পারদ স্তম্ভের চাপকে এক বায়ুমণ্ডলীয় চাপ বা ১ অ্যাটমোসফিয়ার (atm) চাপ বলে।
প্রশ্নঃঅ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম কী?
উঃ নাম শুনে অনেকটা পার্কের মতো মনে হলেও এটি মূলত আমদানি-রপ্তানি শুল্কায়নের একটি স্বয়ংক্রিয় পদ্ধতি । UNCTAD দ্বারা ডিজাইনকৃত অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডেটা (ASYCUDA) হলো আধুনিক স্বয়ংক্রিয় পরিবেশ আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহণ কার্যক্রমের জন্য একটি সমন্বিত শুষ্ক ব্যবস্থাপনা ব্যবস্থা। আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের লেনদেনসহ স্পর্শকাতর অনেক তথ্য – উপাত্ত থাকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম। এটি ১৯৯৩ সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষসহ বিশ্বের প্রায় ১০২ টি দেশে আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনা করে।
প্রশ্নঃআপারেশন মেঘদূত সম্পর্কে জানতে চাই ?
উঃ অপারেশন মেঘদূত ছিল ভারতের জম্মু কাশ্মির রাজ্যের সিয়াচেন হিমবাহ অঞ্চল দখল করার জন্য ভারতের সশস্ত্র বাহিনীর অভিযানের কোড নাম । ১৩ এপ্রিল ১৯৮৪ সিয়াচেন হিমবাহ ও তার সংলগ্ন এলাকায় পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে এ অভিযান সংঘটিত হয়। এই অভিযানের ফলে সিয়াচেন হিমবাহ ও সালতোরো পর্বতশ্রেণি এলাকা ভারতের অধিকারে আসে । অপরদিকে পাকিস্তান সালতোরো পর্বতশ্রেণির পশি্চমদিকে অবস্থিত হিমবাহ উপত্যকাগুলো অধিকার করে।
প্রশ্নঃটাকার মান কীভাবে নির্ধারণ করা হয়?
উঃ প্রাথমিকভাবে যে কোনো রাষ্ট্রের অর্থের আন্তর্জাতিক মূল্য নির্ধারিত হয় তার যোগান এবং চাহিদার ওপর নির্ভর করে। তবে সাধারণত টাকার মান নির্ধারণ হয় টাকার ক্রয় ক্ষমতা দিয়ে। টারার মূল্য নির্ধারণের কিছু প্রধান উপায় -১.সোনার মান ,২. মুদ্রাস্ফীতি , ৩.টাকার চাহিদাও সরবরাহ ৪. সুদের হার ,৫. বাণিজ্যে ভারসাম্য , ৬. আন্তর্জাতিক বাজার , ৭. সরকারের নীতি । এসব কারণ বিবেচনা করে দেশের কেন্দ্রীয় ব্যাংক টাকার মূল্য নির্ধারণ করে থাকে।
প্রশ্নঃএকটি পিসি চালু করলে প্রথমে কোন কোডিটি সচল হয়?
উঃBIOS (Basic Input Output System)